ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ক্রাইস্টচার্চ হামলাকারীর বিরুদ্ধে ৫০ হত্যার অভিযোগ আনা হবে

প্রকাশিত: ১০:৪৬, ৫ এপ্রিল ২০১৯

ক্রাইস্টচার্চ হামলাকারীর বিরুদ্ধে ৫০ হত্যার অভিযোগ আনা হবে

নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী ব্রেন্টন ট্যারেন্টের বিরুদ্ধে ৫০ হত্যার অভিযোগ আনা হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এছাড়াও অস্ট্রেলিয়ার নাগরিক হামলাকারী ট্যারেন্টের বিরুদ্ধে ৩৯ হত্যাচেষ্টার অভিযোগ আনা হবে। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের পুলিশ এসব কথা জানায়। গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালিয়ে ৫০ মুসলিমকে গুলি করে হত্যা করে ‘শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী’ ব্রেন্টন ট্যারেন্ট। নিউজিল্যান্ডের ইতিহাসে মাত্র একজন বন্দুকধারীর এ হামলা সবচেয়ে নিকৃষ্ট হামলা বলে বিবেচিত হচ্ছে। এক বিবৃতিতে পুলিশ জানায়, ‘তার বিরুদ্ধে অন্যান্য অভিযোগ গঠন প্রক্রিয়াধীন রয়েছে।’ এর আগে হামলার পর উগ্রপন্থী ট্যারেন্টের বিরুদ্ধে হত্যার মাত্র একটি অভিযোগ আনা হয়েছিল এবং তাকে রিমান্ডে নেয়া হয়েছিল। আজ শুক্রবার আবার তাকে আদালতে তোলা হবে। ওয়েবসাইট এমপিরা যখন সরকারের অস্ত্র আইন সংস্কারের বিল মৌখিকভাবে শুনছিলেন, তখন ট্যারেন্টের বিরুদ্ধে অভিযোগ গঠনের এ সংবাদ এল। অস্ত্র আইন সংস্কার বিলে সামরিক ধাঁচের আধাস্বয়ংক্রিয় (এমএসএসএ) এবং এ্যাসল্ট রাইফেলস ও এর সঙ্গে সম্পৃক্ত যন্ত্রপাতি বিক্রি অবৈধ ঘোষণা করা হয়েছে। মসজিদে হামলার পর প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের প্রতিশ্রুতি এবং হাজার হাজার লিখিত অভিযোগের পর আইনটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ক্রাইস্টচার্চে হামলাকারীর কাছে অস্ত্র বিক্রেতা প্রতিষ্ঠান ‘গান সিটি’র মালিক ডেভিড টিপল এমপিদের বলেন, ‘অস্ত্র ফেরত নেয়া প্রকল্পে ব্যয় হবে ৭২ কোটি ৬০ লাখ ডলার। এর আগে মন্ত্রীরা ধারণা দিয়েছিল যে, অস্ত্র ফেরত নিতে আনুমানিক ১০ কোটি থেকে ৩০ কোটি ডলার ব্যয় হবে।
×