ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্যান্ডউইচ তৈরির রেকর্ড

প্রকাশিত: ১১:৫৬, ৪ এপ্রিল ২০১৯

স্যান্ডউইচ তৈরির রেকর্ড

মাত্র তিন মিনিটে ৮৬৮টি স্যান্ডউইচ তৈরি করে রেকর্ড গড়ল ক্যালিফোর্নিয়ার একদল স্কুল শিক্ষার্থী। সানদিয়াগো জিউশ এ্যাকাডেমির শিক্ষার্থীদের এই রেকর্ড গিনেজ বুকে ঠাঁই পেয়েছে। এর আগে তিন মিনিটে ৪৯০টি স্যান্ডউইচ তৈরির রেকর্ড ছিল। স্যান্ড উইচগুলো সানদিয়াগোর গৃহহীন শিশুদের মধ্যে ভাগ করে দেয়া হয়েছে। স্কুলটির পঞ্চম গ্রেডের শিক্ষার্থী ইসাবেল ভান বলেন, আমাদের এই উদ্যোগ সফল। কারণ আমরা এগুলো গৃহহীন শিশুদের দিতে পেরেছি। আমি যখন এসব শিশুকে রাস্তায় দেখি আমার মায়া লাগে। ইউপিআই নিজ গর্ভে নাতনি যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার ৬১ বছর বয়সী এক নারী তার গর্ভেই নিজের নাতনিকে জন্ম দিয়েছেন। সিসিল এলেজ সম্প্রতি তার সমকামী পুত্রের এক কন্যা সন্তানের জন্ম দেন। মেয়েটির নাম রাখা হয়েছে উমা লুইস। এলেজ বলেন, তার ছেলে যখন তাকে জানায় তিনি তার স্ত্রীকে নিয়ে সংসার করতে চান, আমি তাকে এভাবে সন্তান নিতে উৎসাহ দেই। এরপর সারোগেসির মাধ্যমে এলেজ এই সন্তান গ্রহণ করেন। বিবিসি
×