ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ৪

প্রকাশিত: ০৯:২৮, ২ এপ্রিল ২০১৯

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগ এনে আওয়ামী লীগ নেতাকে গণপিটুনিতে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে এদের ধরা হয়। জানা যায়, যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন রমজান আলী, লালন, ইকবাল ও শাকিল খান শামীম। সোমবারই তাদের আদালতে হাজির করা হয়। এরপর আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়। উল্লেখ্য, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক নেতা মহিউদ্দিন সোহেলকে গত ৭ জানুয়ারি পাহাড়তলী বাজারে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। স্থানীয় ব্যবসায়ীদের একটি অংশ ও এলাকায় তাদের অনুসারী কিছু লোক চাঁদাবাজ ও সন্ত্রাসী অভিযোগ এনে তার ওপর চড়াও হয়। গণপিটুনিতে প্রাণ হারান সোহেল। পরদিন ৮ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মহিউদ্দিন সোহেলের ছোট ভাই শাকিরুল ইসলাম শিশির দাবি করেন, তার ভাইকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিরোধের জের ধরে স্থানীয় কাউন্সিলর সাবের আহমদ ও জাতীয় পার্টি নেতা ওসমান খানসহ কয়েকজন এ হত্যকা-ের পেছনে জড়িত। এ ব্যাপারে তিনি ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে প্রধান আসামি করা হয় কাউন্সিলর সাবের আহমেদকে। এ মামলায় আসামি হিসেবে মোট ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
×