ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

দর বৃদ্ধির তালিকা বীমা কোম্পানির দখলে

প্রকাশিত: ০৯:১৩, ২ এপ্রিল ২০১৯

দর বৃদ্ধির তালিকা বীমা কোম্পানির দখলে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার দরবৃদ্ধির তালিকা দখল করেছে বীমা খাতের কোম্পানিগুলো। দরবৃদ্ধির তালিকায় থাকা ১০টিই বীমা কোম্পানি। ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সোমবার দরবৃদ্ধির তালিকার শীর্ষে রয়েছে জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন শেয়ারটির দর ১ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৯৯ বারে ৪ লাখ ৩৫ হাজার ৪৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৪ লাখ টাকা। এই দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৩০ পয়সা বা ৯.৯১ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২১২ বারে ২ লাখ ৮১ হাজার ৯০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য এক কোটি ৬৫ লাখ টাকা। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৯.৭৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৭০৭ বারে ৮ লাখ ৪৩ হাজার ১১৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য এক কোটি ৭৩ লাখ টাকা। জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৪১৪.৩২ ডেসিমেল জমি কিনবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটি ১৯ কোটি ৩৩ লাখ ৪৯ হাজার ৩৩৪ টাকার জমি কিনবে। এই জমি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে অবস্থিত। প্রসঙ্গত, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪ টাকা ৬০ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৪ টাকা ৩৯ পয়সা। এদিকে শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর, ১৮) কোম্পানির আয় হয়েছে ২ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ২ টাকা ১৪ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে শেয়ার প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩১ টাকা ৩৩ পয়সা।
×