ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানী আঙ্কারা বিরোধী দলের নিয়ন্ত্রণে

প্রকাশিত: ০৯:১০, ২ এপ্রিল ২০১৯

রাজধানী আঙ্কারা বিরোধী দলের নিয়ন্ত্রণে

তুরস্কের স্থানীয় নির্বাচনে চরম ধাক্কা খেয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের দল। রবিবার অনুষ্ঠিত নির্বাচনে তার দল রাজধানী আঙ্কারার নিয়ন্ত্রণ হারিয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ শহর ইস্তানবুলেও অন্য একটি বিরোধী দল বিজয়ী হয়েছে বলে দাবি করেছে। এরদোগান বলেন, ‘যদি কোন ঘাটতি হয়ে থাকে, তবে সেটা সংশোধন করা আমাদের দায়িত্ব। আমাদের ঘাটতি চিহ্নিত করার মধ্য দিয়ে আগামীকাল দিন শুরু করব আমরা এবং সেগুলো সমাধানে কাজ করব। তুরস্কে অর্থনৈতিক ক্রমাবনতির মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনকে এরদোগানের নেতৃত্বের প্রতি গণভোট হিসেবে দেখা হচ্ছে। মেয়র এবং কাউন্সিলর নির্বাচনে ভোটার ছিলেন পাঁচ কোটি ৭০ লাখ। এর আগে প্রেসিডেন্ট এরদোগান এটিকে তুরস্ক ও তার দলের টিকে থাকার নির্বাচন বলে অভিহিত করেছিলেন। তার দল দীর্ঘ প্রায় ১৬ বছর দেশটির ক্ষমতায় রয়েছে। তুরস্কের গণমাধ্যম জানায়, ধর্মনিরপেক্ষ রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) প্রার্থী মানসুর ইয়াবাস আঙ্কারায় বিজয়ী হয়েছেন। অন্যদিকে সিএইচপি ও এরদোগানের জাস্টিস এ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) উভয়ই অল্প ব্যবধানে দেশটির সবচেয়ে বড় শহর ইস্তানবুলে বিজয়ী হয়েছে বলে দাবি করেছে। সিএইচপির প্রার্থী একরাম ইমামগলু বলেন, তিনি প্রায় ২৮ হাজার ভোটে বিজয়ী হয়েছেন। -বিবিসি
×