ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমি মেসি-রোনাল্ডো না ॥ কিন

প্রকাশিত: ১০:৫৬, ১ এপ্রিল ২০১৯

 আমি মেসি-রোনাল্ডো না ॥ কিন

স্পোর্টস রিপোর্টার ॥ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছাড়া খেলতে নেমে কোনরকমে জয় পেয়েছে জুভেন্টাস। শনিবার রাতে ইতালিয়ান সিরি’এ লীগের ম্যাচে অতিথি এম্পোলিকে ১-০ গোলে হারিয়েছে তুরিনের ওল্ড লেডিরা। জুভদের হয়ে জয়সূচক গোল করেন উদীয়মান তারকা মোয়েস কিন। ম্যাচ শেষে তিনি বলেন, আমি মেসিও নই, রোনাল্ডোও নই। কিন্তু একদিন অবশ্যই তাদের মতো হওয়ার স্বপ্ন দেখি। এই জয়ে ১৮ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে নেপোলির চেয়ে এগিয়ে থেকে টেবিলের শীর্ষ স্থানটি ধরে রেখেছে জুভেন্টাস। ২৯ ম্যাচে তাদের ভা-ারে জমা ৭৮ পয়েন্ট। আর এক ম্যাচ কম খেলা নেপোলির পয়েন্ট ৬০। ইতালির হয়ে ইউরো ২০২০ বাছাইপর্বে প্রথমবারের মতো সুযোগ পেয়েই নিজেকে চিনিয়েছেন ১৯ বছর বয়সী কিন। তুরিনের বদলি খেলোয়াড় হিসেবে খেলতে নামার তিন মিনিটের মধ্যে তিনি জয়সূচক গোলটি করেন। চলতি মাসের শুরুতে উদিনেসের বিপক্ষে দুই গোল করার পর এটি ছিল মৌসুমে তার তৃতীয় গোল। আন্তর্জাতিক বিরতির আগে জেনোয়ার কাছে পরাজিত হয়ে মৌসুমে প্রথম হারের তিক্ত স্বাদ পেয়েছিল জুভেন্টাস। জেনোয়ার বিপক্ষে বিশ্রামে ছিলেন রোনাল্ডো। তবে আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের হয়ে খেলতে গিয়ে থাইয়ের ইনজুরিতে আক্রান্ত হওয়ায় দলের বাইরে আছেন তিনি। এই ম্যাচের ঠিক আগে অনুশীলনে থাইয়ের সমস্যা দেখা দেয়ায় আজেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালাকেও দল থেকে উঠিয়ে নেয়া হয়। ম্যাচ শেষে জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি বলেন, ইতালির হয়ে দুই গোল করা খুব একটা সহজ কাজ নয়। সার্বিকভাবে দেখতে গেলে জাতীয় দলে একজন খেলোয়াড়কে অনেক বেশি মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে হয়। কিন মাত্রই আন্তর্জাতিক দায়িত্ব শেষে দলে ফিরেছে। একজন বিশ্বমানের খেলোয়াড়ের সব ধরনের গুণাবলী তার মধ্যে আছে। ফিনল্যান্ড ও লিচেনস্টেইনের বিপক্ষে ইতালির হয়ে কিনের গোল দুটি যোগ্যতার প্রমাণ দেয়।
×