ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নির্মাণ বিধিমালা নিয়ে রাজনীতি করবেন না ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৯:৩৯, ১ এপ্রিল ২০১৯

  নির্মাণ বিধিমালা নিয়ে রাজনীতি করবেন না ॥ হাছান মাহমুদ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সবকিছুকে রাজনীতিকরণ না করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, প্রত্যেকেরই উচিত ভবন নির্মাণবিধি লঙ্ঘনকারীদের অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা। তাই আসুন আমরা হতাহতদের পাশে দাঁড়াই এবং ভবন নির্মাণকালে নির্মাণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করি। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রখ্যাত অভিনেত্রী সারাহ বেগম কবরী। ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি এবং ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট সবসময়ই সবকিছু নিয়ে রাজনীতি করতে চেষ্টা করছে। বনানী অগ্নিকান্ডের পর তারা বললেন দেশে কোন গণতন্ত্র নাই এবং সে কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। অগ্নিকান্ড ও গণতন্ত্রের মধ্যে সম্পর্ক কি তা আমি জানি না। তিনি বলেন, অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ফ্লোরগুলোর মালিক একজন বিএনপি নেতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতোমধ্যে তাকে আটক করেছে এবং অন্যান্য অপরাধীদেরও আটকের চেষ্টা করছে।
×