ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদ্রিদ দূতাবাসে হামলার ঘটনা তদন্তের আহ্বান উত্তর কোরিয়ার

প্রকাশিত: ০৮:৪৯, ১ এপ্রিল ২০১৯

 মাদ্রিদ দূতাবাসে  হামলার ঘটনা  তদন্তের আহ্বান  উত্তর কোরিয়ার

স্পেনের রাজধানী মাদ্রিদে গতমাসে দূতাবাসে হামলার ঘটনার তদন্তের জন্য রবিবার স্পেনের প্রতি আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং সরকারকে উৎখাতে দৃঢ়প্রতিজ্ঞ উত্তর কোরিয়ার একটি ভিন্নমতাবলম্বী গ্রুপ এ হামলা চালায়। এ হামলাকে ভয়াবহ সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, ‘২২ ফেব্রুয়ারি স্পেনের রাজধানীতে উত্তর কোরিয়ার দূতাবাসে একটি সশস্ত্র গোষ্ঠী সন্ত্রাসী হামলা চালিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা আশা করি যে স্পেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত করবে।’ প্রথম আনুষ্ঠানিক মন্তব্যে সরকার দূতাবাসে হামলার দাবি করল। তারা জানায়, এ ঘটনায় এফবিআই’র ভূমিকা রয়েছে বলে যে গুজব আছে, সেটাকে তারা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। স্পেনের মাদ্রিদে উত্তর কোরিয়ার দূতাবাসে হামলার ঘটনায় বুধবার সেখানে অভিযান চালানো হয়। হামলাকারীরা কম্পিউটার ও তথ্য চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় প্রধান অভিযুক্তের বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘২২ ফেব্রুয়ারি স্পেনের ডিপিআরকে দূতাবাসের একটি ভয়াবহ হামলা চালায় একটি সশস্ত্র গ্রুপ। -এএফপি ও বিবিসি
×