ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্লোভাকিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট জুজানা কাপুতোভা

প্রকাশিত: ০৮:৪৯, ১ এপ্রিল ২০১৯

 স্লোভাকিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট জুজানা কাপুতোভা

স্লোভাকিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে দুর্নীতিবিরোধী প্রার্থী জুজানা কাপুতোভা (৪৫) বিজয়ী হয়েছেন। এর মাধ্যমে তিনি দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হলেন। প্রায় কোন প্রকার রাজনৈতিক অভিজ্ঞতা না থাকা কাপুতোভা উচ্চ-পর্যায়ের কূটনৈতিক মারোস সেফকোভিচকে পরাজিত করেন। ক্ষমতাসীন স্ম্যায়ার-এসডি পার্টির মনোনীত প্রার্থী ছিলেন মারোস। দ্বিতীয় দফা ভোটে তিনি পরাজিত হন। নির্বাচনকে জুজানা ভাল ও মন্দের লড়াই হিসেবে অভিহিত করেছেন। গতবছর এক সাংবাদিকে হত্যার তদন্তের প্রেক্ষিতে নির্বাচনটি অনুষ্ঠিত হলো। সাংবাদিক জ্যান কুচিয়াকের মৃত্যুর সঙ্গে রাজনীতিবিদ ও সংগঠিত অপরাধের যোগসাজোশ থাকায় নির্বাচনটি হয়েছে। জ্যানকে গতবছর ফেব্রুয়ারি মাসে তার বাগদত্তার সঙ্গে গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় পাওয়া যায়। জ্যানের মৃত্যুর কারণে জুজানা প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন। প্রেসিডেন্ট পদটি একটি আনুষ্ঠানিক ভূমিকা পালনকারী পদ। সব ভোট গণনা হবার পর দেখা গেছে জুজানা ৫৮ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মারোস পেয়েছেন ৪২ শতাংশ ভোট। আইনজীবী হিসেবে জুজানার সুখ্যাতি রয়েছে। গত ১৪ বছর ধরে তিনি অবৈধভাবে ভূমি ভরাট মামলায় নেতৃত্ব দিচ্ছেন। দুই সন্তানের ডিভোর্সী মা জুজানা লিবারেল প্রোগ্রেসিভ স্লোভাকিয়া পার্টির একজন সদস্য। দলটির কোন সংসদীয় আসন নেই। স্লোভাকিয়া এমন একটি দেশ যেখানে সমলিঙ্গে বিয়ে ও সন্তান দত্তক নেয়া এখনও বৈধ নয়। তার উদারপন্থী মনোভাব এলজিবিটিকিউদের অধিকারের পক্ষে রয়েছে। জুজানার বিরোধী যাকে তিনি পরাজিত করেছেন সেই মারোস ইউরোপীয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট। তিনি ক্ষমতাসীন দল স্ম্যায়ার-এসডি পার্টির নেতৃত্বাধীন রবার্ট ফিকোর মনোনীত। সাংবাদিক জ্যান হত্যার কারণে রবার্টকে প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। প্রথম দফা ভোটে জুজানা ৪০ শতাংশ ও মারোস ১৯ শতাংশ ভোট পান। -বিবিসি
×