ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে নগদ অর্থসহ ৫৪ কোটি রুপীর সামগ্রী জব্দ

প্রকাশিত: ০৯:০৭, ২৮ মার্চ ২০১৯

ভারতে নগদ অর্থসহ ৫৪ কোটি রুপীর সামগ্রী জব্দ

ভারতে লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে অভিযান চালিয়ে নগদ অর্থসহ ৫৪ কোটি রুপীর বিভিন্ন সামগ্রী জব্দ করেছে দেশটির পুলিশ। এসবের মধ্যে নগদ অর্থ, মদ, স্বর্ণ, টেলিভিশন সেট ও ল্যাপটপ রয়েছে। খবর বিবিসি অনলাইনের। আগামী ১১ এপ্রিল থেকে ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে। মঙ্গলবার ভারতীয় নির্বাচন কমিশন প্রকাশিত তথ্যে দেখা যায়, ২ কোটি ২০ লাখ নগদ রুপী ছাড়া বাকি অর্থের সমপরিমাণ জিনিজপত্র রয়েছে। বর্তমান সময়ে ভারতের নির্বাচনে ভোটে প্রভাবিত করার জন্য ভোটারদের মধ্যে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, কাপড় ও টেলিভিশন সেটসহ অন্যান্য জিনিস দিয়ে ভোটারদের পক্ষে টানার চেষ্টা করা হয়। অবশ্য এক গবেষণায় বলা হয়েছে, ভারতে শুধু ঘুষের সাহায্যে ভোটে জেতা যায় না। তবে ভারতের একাধিক রাজনৈতিক দল এই ধরনের কর্মকা- প্রায়ই করে থাকে। সবচেয়ে বেশি অর্থ জব্দ করা হয়েছে অন্ধ্র প্রদেশ থেকে। এ প্রদেশ থেকে নগদ অর্থ ৭৯ লাখ ও ১ কোটি ৩৫ লাখ রুপীর মদ জব্দ করা হয়। মঙ্গলবার তেলেঙ্গানা রাজ্যে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিক্ষোভ করেছে একদল কৃষক। ফসলের ন্যায্য মূল্যের দাবিতে এই বিক্ষোভে হাজার হাজার কৃষক অংশ নেয়। ভারতের নির্বাচনের সময়ে এই ধরনের বিক্ষোভ অভিনব। সোমবার ভারতের তেলেঙ্গানায় একটি আসনের বিপরীতে অন্তত ২৩৬ জন কৃষক মনোনয়ন দাখিল করেছেন। তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী কে চন্দ্র শেখর রাওয়ের মেয়ে কালভা কুন্তলা কবিতার বিপরীতে রাজ্যটির নিজামাবাদ আসনে কৃষকরা প্রতিবাদস্বরূপ এই মনোনয়ন দাখিল করে।
×