ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোয়ার্টারে নাদাল-ফেদেরার

ইন্ডিয়ান ওয়েলসে বিয়ানকা আন্দ্রেস্কুর চমক

প্রকাশিত: ১১:৩৪, ১৫ মার্চ ২০১৯

ইন্ডিয়ান ওয়েলসে বিয়ানকা আন্দ্রেস্কুর চমক

জিএম মোস্তফা ॥ ইন্ডিয়ান ওয়েলসের কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেছেন রজার ফেদেরার এবং রাফায়েল নাদাল। টানা তিন জয়ে টুর্নামেন্টের শেষ আটে জায়গা করে নেন টেনিসের দুই জীবন্ত কিংবদন্তি। বৃহস্পতিবার রাউন্ড অব সিক্সটিনে ব্রিটেনের এক নম্বর খেলোয়াড় কাইল এডমুন্ডকে পরাজিত করেন রজার ফেদেরার। দিনের আরেক ম্যাচে রাফায়েল নাদাল হারান ফিলিপ ক্রাজিনোভিচকে। ইন্ডিয়ান ওয়েলসের মহিলা এককে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন বিয়ানকা আন্দ্রেস্কু এবং এলিনা সিতলিনা। শুরু থেকে দুর্দান্ত খেলেই টুর্নামেন্টের সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেন তারা। মার্চ মাসের শুরুটা বেশ ভালভাবেই করেন রজার ফেদেরার। দুবাই চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতেন তিনি। সেই সঙ্গে ক্যারিয়ারের শততম এটিপি শিরোপা জয়েরও অবিস্মরণীয় কীর্তি গড়েন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের চার নম্বর তারকা। ইন্ডিয়ান ওয়েলসেও নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন তিনি। টানা তিন জয় তুলে নিয়েছেন সুইস তারকা। বুধবার রাউন্ড অব বত্রিশে স্বদেশী তারকা স্টানিস্লাস ওয়ারিঙ্কাকে পরাজিত করেন রজার ফেদেরার। তার একদিন পর বৃহস্পতিবারও দুর্দান্ত পারফর্মেন্স উপহার দেন তিনি। কাইল এডমুন্ডকে সরাসরি সেটে ৬-১ এবং ৬-৪ গেমে পরাজিত করেন রজার ফেদেরার। বয়সে সাঁইত্রিশকেও ছাড়িয়ে গেছেন ফেড এক্সপ্রেস। কিন্তু টেনিস কোর্টে এখনও অপ্রতিরোধ্য। সুদীর্ঘ ক্যারিয়ারে জিতেছেন ২০টি গ্র্যান্ডস্লাম। কোথায় থামবেন সুইজারল্যান্ডের এই তারকা খেলোয়াড়? টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার। তবে ইন্ডিয়ান ওয়েলসে পাঁচবারের চ্যাম্পিয়ন ফেদেরার পরের রাউন্ডে মুখোমুখি হবেন হাবার্ট হারকাসিজের। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ে এই মুহূর্তে ৬৭ নম্বরে অবস্থান করছেন হারকাসিজ। পোল্যান্ডের এই খেলোয়াড় রাউন্ড অব সিক্সটিনে ৭-৬ (৭/৩), ২-৬ এবং ৬-৩ গেমে হারিয়েছেন টুর্নামেন্টের ২৪তম বাছাই ডেনিস শাপোভালোভকে। রজার ফেদেরারের মতো জয়ের ধারাবাহিকতা ধরে রেখে ইন্ডিয়ান ওয়েলসের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন রাফায়েল নাদালও। রাউন্ড অব সিক্সটিনে তিনি ৬-৩ এবং ৬-৪ গেমে পরাজিত করেছেন ফিলিপ ক্রাজিনোভিচকে। সহজ জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারায় খুব খুশি নাদাল। ম্যাচের শেষে জানালেন, পারফর্মেন্সের এই ধারাবাহিকতা তিনি পরের ম্যাচগুলোতেও ধরে রাখতে চান। সেমিফাইনালে ওঠার পথে স্প্যানিশ টেনিস তারকার সামনে বড় বাধা এখন কারেন খাচানোভ। রাশিয়ার এই টেনিস খেলোয়াড় রাউন্ড অব সিক্সটিনে চমকে দিয়েছেন জন ইসনারকে পরাজিত করে। বুধবার তিনি ৬-৪ এবং ৭-৬ (৭/১) গেমে পরাজিত করেন জন ইসনারকে। এই টুর্নামেন্টে অংশ নেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের প্রায় সব শীর্ষ তারকাই। কিন্তু ইতোমধ্যেই ছিটকে গেছেন এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকা বিদায় নেয়ার ফলে রাফায়েল নাদাল কিংবা রজার ফেদেরারকেই বিজয়ী হিসেবে দেখছেন টেনিসবোদ্ধাদের অনেকেই। এদিকে মহিলা এককেও শীর্ষ তারকারা অংশ নেন ইন্ডিয়ান ওয়েলসে। তবে র‌্যাঙ্কিংয়ের এক এবং দুই নাম্বার তারকা যথাক্রমে নাওমি ওসাকা ও সিমোনা হ্যালেপ বিদায় নিয়েছেন ইতোমধ্যেই। তবে দুই তারকার বিদায়ের পর সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন ইউক্রেনের এলিনা সিতলিনা এবং কানাডার বিয়ানকা আন্দ্রেস্কু। টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই সিতলিনা। ইউক্রেনের এই প্রতিভাবান খেলোয়াড় কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াইয়ের পর ৪-৬, ৬-৪ এবং ৬-৪ গেমে পরাজিত করেন চেক প্রজাতন্ত্রের মার্কেটা ভোন্দ্রোসোভাকে। বড় চমকটা দিয়েছেন বিয়ানকা আন্দ্রেস্কুই। কেননা তিনি যে স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজাকে বিদায় করে দিয়েছেন। তাও আবার মাত্র ৫২ মিনিট লড়াই করে। কোয়ার্টার ফাইনালের ম্যাচে আন্দ্রেস্কু এদিন ৬-০ এবং ৬-১ গেমে উড়িয়ে দেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর খেলোয়াড় গারবিন মুগুরুজাকে। সেই সঙ্গে চলতি বছরের তৃতীয় সেমিফাইনালের টিকেট কাটেন ১৮ বছরের এই প্রতিভাবান খেলোয়াড়।
×