ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মার্কিন প্রেসিডেন্ট পদে লড়তে চান সাবেক রক তারকা বেটো

প্রকাশিত: ১১:২৬, ১৫ মার্চ ২০১৯

মার্কিন প্রেসিডেন্ট পদে লড়তে চান সাবেক রক তারকা বেটো

টেক্সাসের সাবেক কংগ্রেসম্যান রবার্ট বেটো ওরোরকি ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কয়েক মাসের জল্পনা-কল্পনার পর অবশেষে তিনি আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছেন। খবর বিবিসি অনলাইনের। তার নিজের রাজ্যে এই ডেমোক্র্যাট নেতা একটি টিভি স্টেশনকে বলেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তিনি। ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হতে চান। ওরোরকি (৪৬) হলেন ১৫তম ডেমোক্র্যাট সদস্য, যিনি হোয়াইট হাউসে যাওয়ার জন্য নিজের ইচ্ছার কথা ঘোষণা করলেন। গত বছরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী টেড ক্রুজের সঙ্গে তার তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। তার প্রচার শেষ পর্যন্ত সফল হয়নি। কিন্তু টেক্সাসে অন্য যেকোন ডেমোক্র্যাটের চেয়ে তিনি ভাল করেছেন। ডেমোক্র্যাটের সিনেটর বার্নি স্যান্ডার্স, সিনেটর এলিজাবেথ ওয়ারেন, সিনেটর কমলা হ্যারিস, কংগ্রেসনেত্রী তুলসি গাব্বার্ড ও ইন্ডিয়ানার মেয়র পেটে বুটিগিগের সঙ্গে প্রেসিডেন্ট প্রার্থী হতে তাকে লড়াই করতে হবে। ডেমোক্র্যাটের মনোনয়ন প্রত্যাশী এই প্রার্থীর নাম আসলে রবার্ট। কিন্তু বেটো নামেই তিনি সমধিক পরিচিত। সাবেক এই রক গায়ক সংবাদিকবান্ধব হিসেবে পরিচিত এবং ডেমোক্র্যাটদের মধ্যে অন্যতম উদীয়মান তারকা। বেটো প্রচুর লোক সমাগম এবং অর্থ জোগাড় করতে পারেন।
×