ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

জাতীয় সাঁতারের প্রথম দিনেই প্রবাসী জুনাইনার দুটি রেকর্ড

প্রকাশিত: ০৯:৫৭, ১১ মার্চ ২০১৯

 জাতীয় সাঁতারের প্রথম দিনেই প্রবাসী জুনাইনার দুটি রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় সাঁতার রবিবার শুরু হয়েছে রাজধানীর মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে। প্রথমদিনে সুইমিংপুলে আলো ছড়িয়েছেন ইংল্যান্ড প্রবাসী জুনাইনা আহমেদ, সোনিয়া আক্তার টুম্পা, মাহমুদুন নবী নাহিদ ও জুয়েল আহমেদ। প্রথমদিনে হওয়া পাঁচ রেকর্ডের মধ্যে দুটি গড়েছেন জুনাইনা। প্রথমদিনে হওয়া সাত ইভেন্টের মধ্যে প্রথম রেকর্ডটি গড়েন জুনাইনা। ২০০ মিটার ফ্রিস্টাইলে ২ মিনিট ১৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে ২০০৭ সালে সবুরা খাতুনের গড়া (২ মিনিট ২৫.৫৬ সেকেন্ড) রেকর্ড ভেঙ্গেছেন বাংলাদেশ নৌবাহিনীর এই সাঁতারু। পরে ৪০০ মিটার ব্যাকস্ট্রোকে ২ মিনিট ৪০.৭৫ সেকেন্ড সময় নিয়ে আরেকটি রেকর্ড গড়েন জুনাইনা। ২০১৭ সালে বয়সভিত্তিক সাঁতারে সবমিলিয়ে ১০টি সোনা জেতা জুনাইনা এ ইভেন্টে ভেঙ্গেছেন ২০১৬ সালে নাঈমা আক্তারের গড়া ২ মিনিট ৪৪.৮০ সেকেন্ডের রেকর্ড। দারুণ লড়াইয়ের পর ২০০ মিটার ব্যাকস্ট্রোকে নৌবাহিনীর মামুনুর রশিদকে হারিয়ে সেরা হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল। ২ মিনিট ১৬.১৩ সেকেন্ড সময় নিয়ে এই সাঁতারু ভেঙ্গেছেন ২০০৩ সালে রুবেল রানার গড়া ২ মিনিট ১৬.৭৬ সেকেন্ডের রেকর্ড। এ ইভেন্টে এবার দ্বিতীয় হওয়া মামুনুরের টাইমিং ২ মিনিট ১৬.৫৯ সেকেন্ড। ১০০ মিটার বাটারফ্লাইয়ে ২০০৩ সালে জুয়েল আহমেদের গড়া ৫৭.৫০ সেকেন্ডের রেকর্ড ভেঙ্গেছেন নাহিদ। ৫৬.৮২ সেকেন্ড নিয়ে সেরা হয়েছেন নৌবাহিনীর এই সাঁতারু। মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে ১ মিনিট ৮.৯৫ সেকেন্ড সময় নিয়ে নিজের রেকর্ডই ভেঙ্গেছেন টুম্পা। ২০১৪ সালে ১ মিনিট ১০.০৪ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন তিনি। ছেলেদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২ মিনিট ২৭.২৫ সেকেন্ড সময় নিয়ে নৌবাহিনীর আরিফুল ইসলাম সেরা হয়েছেন। এ ইভেন্টের মেয়েদের বিভাগে সেরা সেনাবাহিনীর রুমানা আক্তারের টাইমিং ২ মিনিট ২৭ সেকেন্ড। ছেলেদের ২০০ মিটার ফ্রিস্টাইলে ২ মিনিট ০.৭২ সেকেন্ড সময় নিয়ে সতীর্থ আরিফুল ইসলামকে (২ মিনিট ০.৭৫ সেকেন্ড) পেছনে ফেলে সেরা হয়েছেন নৌবাহিনীর আসিফ রেজা।
×