ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

উসমান খাজার স্মরণীয় সেঞ্চুরি

প্রকাশিত: ১০:৩১, ৯ মার্চ ২০১৯

 উসমান খাজার স্মরণীয়  সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ যে কোন অস্ট্রেলিয়ানের জন্য ভারতের মাটিতে সেঞ্চুরি বিশেষ কিছু। সেটি যদি হয় ক্যারিয়ারের প্রথম তাহলে তো কথাই নেই। তেমনি স্মরণীয় এক সেঞ্চুরি হাঁকিয়েছেন উসমান খাজা। শুক্রবার রাঁচিতে সিরিজের তৃতীয় ম্যাচে ১০৪ রানের অনবদ্য ইনিংস উপহার দেন অসি ওপেনার। ১১৩ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন ১১ চার ও একটি ছক্কা দিয়ে। সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েল (৩১ বলে ৪৭), মার্ক স্টয়নিস (২৬ বলে ৩১*) ও এ্যালেক্স ক্যারির (১৭ বলে ২১*) কার্যকর সহায়তায় নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩১৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে সফরকারী অস্ট্রেলিয়া। তবে সুযোগ থাকা সত্ত্বেও সেঞ্চুরি ইনিংসটি বেশি লম্বা করতে পারেননি খাজা। মোহাম্মদ সামির বলে মিড উইকেটে দাঁড়িয়ে থাকা জাসপ্রিত বুমরাহর হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ১১৩ বলে ১১টি চার ও একটি ছক্কার সাহায্যে ১০৪ রান করে ফেরেন তিনি। সিরিজে ধারাবাহিক রান করে যাচ্ছেন পাকিস্তানের ইসলামাবাদে জন্ম নেয়া অস্ট্রেলীয় নাগরিক স্টাইলিশ এ ব্যাটসম্যান। পঞ্চাশ ওভারের রঙিন ক্রিকেটে ক্যারিয়ারের ২৪তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন ৩২ বছর বয়সী এই ওপেনার। রাঁচির ঝাড়খ রাজ্যে ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের হাঁকালেন অভিষেক সেঞ্চুরি। রবীন্দ্র জাদের করা বলটিকে ফাইন লেগে ঠেলে দিয়ে সিঙ্গেল নেয়ার মধ্য দিয়ে ১০৬ বলে শতরানের মাইলফলক স্পর্শ করেন খাজা। খাজার ওয়ানডে অভিষেক ২০১৩ সালের জানুয়ারিতে। ওই বছর মাত্র ৩টি ম্যাচ খেলার সুযোগ পেয়ে (৩, ৮ ও ৩) মাত্র ১৪ রান করতে সক্ষম হন। প্রত্যাশিত পারফর্মেন্স করতে না পারায় দল থেকে বাদ পড়েন। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় দলে সুযোগ পেয়ে দুর্দান্ত ব্যাটিং করেন। ৬ ম্যাচে (৫০, ৪৪, ২৭, ২, ৫৯, ৯৮) করেন ২৮০ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরির সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। মাত্র ২ রানের জন্য শতরানের ম্যাজিক ফিগার স্পর্শ করতে ব্যর্থ হন। জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে থাকা উসমান, ভারতের বিপক্ষে চলতি সিরিজে দুর্দান্ত ব্যাটিং করছেন। ভারতের মাঠে অস্ট্রেলিয়ার হয়ে ধারাবাহিক রান করে যাচ্ছেন তিনি। প্রথম দুই ওয়ানডেতে ৫০ ও ৩৮ রান করা উসমান এদিন ইনিংসের শুরু থেকেই অসাধারণ ব্যাটিং করেন। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হেরে যাওয়া অস্ট্রেলিয়ার সামনে সমীকরণ ছিল হারলেই ট্রফি হাতছাড়া। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে শুক্রবার দুর্দান্ত ব্যাটিং করেন অস্ট্রেলীয় দুই ওপেনার এ্যারন ফিঞ্চ ও উসমান খাজা। উদ্বোধনীতে ১৯৩ রানের জুটি গড়েন দু’জনে। মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি অধিনায়ক ফিঞ্চ। তার বিদায়ের পর সেঞ্চুরি তুলে নেন উসমান। টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে ৮টি সেঞ্চুরিতে ২ হাজার ৭৬৫ রান করা উসমান, ওয়ানডেতে পেলেন স্মরণীয় প্রথম সেঞ্চুরি।
×