ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় সুতা তৈরির কারখানার ৫ শ্রমিক গরম পানিতে দগ্ধ

প্রকাশিত: ০৯:১৬, ৯ মার্চ ২০১৯

 আশুলিয়ায় সুতা তৈরির কারখানার  ৫ শ্রমিক গরম পানিতে দগ্ধ

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৮ মার্চ ॥ আশুলিয়ায় একটি সুতা তৈরির কারখানায় কাজ করার সময় ডায়িং মেশিনের গরম পানিতে দগ্ধ হয়েছে ৫ শ্রমিক। দগ্ধদের মধ্যে ২ জনকে উত্তরার কামারপাড়ার ‘ইস্ট-ওয়েস্ট মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতালে’ এবং গুরুতর দগ্ধ বাকি ৩জনকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোরে আশুলিয়ার জামগড়ায় ‘ওয়ান থ্রেড (বিডি) লিমিটেড’ নামক সুতা তৈরির কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হচ্ছেন কারখানাটির ডায়িং ইন-চার্জ মনির হোসেন কালাম, অপারেটর রমজান, নুরু এবং সাজু। এদের মধ্যে রমজান, নুরু ও সাজুর দগ্ধের পরিমাণ যথাক্রমে ৪৮, ৩৫ ও ৩০ শতাংশ বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। কারখানাটির ব্যবস্থাপক রিয়াজুর রহমান জানান, রাতের শিফটে কাজ চলাকালে ডায়িং শেষে ডায়িং মেশিন থেকে সুতা বের করার সময় অসাবধানবশত ডায়িং মেশিনের গরম পানিতে দগ্ধ হন ৫ শ্রমিক। এ সময় তাদের উ্দ্ধার করে দ্রুত উত্তরা কামারপাড়ার ইস্ট-ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সামান্য দগ্ধ হওয়া মনির ও কালামকে ভর্তি করা হয়। দগ্ধের পরিমাণ বেশি থাকায় রমজান, নুরু ও সাজুকে ঢাকা মেডিক্যালের বার্র্ন ইউনিটে ভর্তি করা হয়।
×