ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজস্থানে পাকি গোয়েন্দা ড্রোন ভূপাতিত

প্রকাশিত: ১০:৫৮, ৬ মার্চ ২০১৯

রাজস্থানে পাকি গোয়েন্দা ড্রোন ভূপাতিত

রাজস্থানে একটি পাকিস্তানী গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম। সোমবার ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি সুখোই-৩০এমকেআই জঙ্গীবিমান রাজস্থানের বিকানের শহরের কাছে ড্রোনটিকে গুলি করে নামায় বলে কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে এনডিটিভি। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে আইএএফ দ্বিতীয় পাকিস্তানী ড্রোন ভূপাতিত করল বলে খবরে বলা হয়েছে। বিমান সেনা কর্মকর্তাদের মন্তব্য, ড্রোন নামাতে সুখোইয়ের মতো যুদ্ধবিমান কাজে লাগানো থেকেই স্পষ্ট, সীমান্তে সামরিক বাহিনী কতখানি সতর্ক। বিমানসেনা প্রধান এয়ার চীফ মার্শাল বিএস ধানোয়াও বলেছেন, পাকিস্তানের দিক থেকে আকাশসীমা লঙ্ঘন হলেই তার কড়া জবাব দেয়া হবে। এতে আরও বলা হয়, ড্রোনটি ভারতীয় রাডারে ধরা পড়ার পর সুখোই-৩০এমকেআই জঙ্গীবিমান আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এটিকে ভূপাতিত করে। এর আগে ২৬ ফেব্রুয়ারি গুজরাটের কচ্ছ অঞ্চলে আরেকটি পাকিস্তানী ড্রোন ভূপাতিত করা হয়েছিল এবং সেটি ভূপাতিত করতে ইসরাইলের নক্সা করা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য স্পাইডার ক্ষেপণাস্ত্র পদ্ধতি ব্যবহার করা হয়েছিল বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।
×