ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেলি নাইট জাতিসংঘে মার্কিন দূত

প্রকাশিত: ০৮:৫৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

কেলি নাইট জাতিসংঘে মার্কিন দূত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, তিনি কেলি নাইট ক্রাফটকে (৫৬) জাতিসংঘে মার্কিন দূত মনোনয়নের পরিকল্পনা করেছেন। কেলি বর্তমানে কানাডায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন। তিনি নিকি হ্যালির জায়গায় কাজ শুরু করবেন। গত বছর নিকি পদত্যাগ করেন। বিবিসি। টুইটারে দুটি টুইটে ট্রাম্প কেলির মনোনয়ন ঘোষণা করেন। এর পাশাপাশি তিনি কেলিকে অভিনন্দনও জানান। ট্রাম্প টুইটারে বলেন, কেলি বর্তমানে দেশের জন্য অভাবনীয় কাজ করে যাচ্ছেন। জাতিসংঘ দূত হিসেবে ট্রাম্পের প্রথম পছন্দ ছিল হিথার নুয়ের্ত। অসমে বিষাক্ত মদপানে ৮৪ চা শ্রমিকের মৃত্যু ভারতের অসমে বিষাক্ত মদপান করার পর চা বাগানে কাজ করা অন্তত ৮৪ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমানতা বিশ্ব শর্মা শনিবার জানিয়েছেন। আহত আরও প্রায় দুই শ’ শ্রমিককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। বৃহস্পতিবার সাপ্তাহিক বেতন পাওয়ার পর এসব শ্রমিক স্থানীয়ভাবে বানানো ভেজাল মদ খেলে এ ঘটনা ঘটে। -গার্ডিয়ান
×