ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তবু মূলপর্বে খেলতে আত্মবিশ্বাসী মারিয়ারা

প্রকাশিত: ১১:২৯, ২১ ফেব্রুয়ারি ২০১৯

 তবু মূলপর্বে খেলতে আত্মবিশ্বাসী মারিয়ারা

রুমেল খান ॥ এএফসি অনুর্ধ-১৬ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব (রাউন্ড-২) মিয়ানমারে অনুষ্ঠিত হবে আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত। দুটি গ্রুপে খেলা হবে। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপের অন্য দলগুলো হচ্ছে : চীন, ফিলিপিন্স এবং মিয়ানমার। বাংলাদেশের প্রথম খেলা ২৭ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ ফিলিপিন্স। দ্বিতীয় খেলা ১ মার্চ, প্রতিপক্ষ মিয়ানমার এবং তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচ ৩ মার্চ, প্রতিপক্ষ চীন। প্রতি গ্রুপ থেকে ২টি করে মোট ৪টি দল থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মূলপর্বে খেলবে। এএফসি অনুর্ধ-১৬ চ্যাম্পিয়নশিপে মোট ছয়টি গ্রুপ আছে। প্রতি গ্রুপে ৫টি করে মোট ৩০ দেশ খেলবে। ছয় গ্রুপের ছয় চ্যাম্পিয়ন এবং সেরা দুই রানার্সআপ দল মোট আটটি দল খেলবে পরবর্তীপর্বে। এই আট দলের সঙ্গে সরাসরি খেলবে আগেই যোগ্যতা অর্জন করে বসে আছে চার দেশ- স্বাগতিক থাইল্যান্ড, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপান। এই পর্বেই খেলার আশাবাদ ব্যক্ত করছে বাংলাদেশ। এই আসরে (এএফসি অনুর্ধ-১৬ মহিলা আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব, সাউথ এ্যান্ড সেন্ট্রাল) নিজেদের মাঠে ২০১৬ সালেও বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর এই আসরের মূলপর্বে (২০১৭ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত) অংশ নেয়। মূলপর্বে অংশ নিয়েছিল আট দল। বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে খেলেছিল বাংলাদেশ। গত বছরের সেপ্টেম্বরে এএফসি অনুর্ধ-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ‘এফ’ গ্রুপে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘অঘোষিত’ ফাইনালে দাপুটে জয় কুড়িয়ে নেয় বাংলাদেশ অনুর্ধ-১৬ জাতীয় নারী ফুটবল দল। ২-০ গোলে হারিয়ে দেয় প্রতিপক্ষ শক্তিশালী ভিয়েতনামকে। এই সুবাদে এই আসরের দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে তারা। এখন সেই দ্বিতীয় রাউন্ডেই খেলতে যাচ্ছে লাল-সবুজরা। ২০১৬ আসরে মূলপর্বে যেতে একটি ধাপ পেরুতে হয়েছিল। কিন্তু এবার দল বেশি থাকায় দুটি ধাপ পেরুতে হবে বাংলাদেশকে। মিয়ানমার খেলতে যাবার উপলক্ষে দলের ম্যানেজার, প্রশিক্ষক ও অধিনায়কের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলন বুধবার মতিঝিলের বাফুফে ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান ও ফিফার সদস্য মাহফুজা আক্তার কিরণ, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, স্ট্র্যাটেজিক এ্যান্ড টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি, কোচ গোলাম রব্বানী ছোটন, অধিনায়ক মারিয়া মান্দা, সহ-অধিনায়ক আঁখি খাতুন এবং মহিলা ফুটবল দলের পৃষ্ঠপোষক ঢাকা ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার শামস হাকিম। বাংলাদেশ অনুর্ধ-১৬ মহিলা জাতীয় ফুটবল দল আগামী ২২ ফেব্রুয়ারি রাত ২টায় থাই এয়ারযোগে ঢাকা ত্যাগ করবে। সংবাদ সম্মেলনে কিরণ বলেন, ‘আমাদের গ্রুপের প্রতিপক্ষ দলগুলো খুবই শক্তিশালী। তবে আমরাও চেষ্টা করব তাদের সঙ্গে তাল মিলিয়ে ভাল খেলে ভাল ফল করতে।’ শামস হাকিম বলেন, ‘বাংলাদেশ দলকে শুভকামনা জানাচ্ছি।’ স্মলি বলেন, ‘আমাদের খেলোয়াড়রা অনেক পরিশ্রম ও অনুশীলন করেছে। যদিও আমরা নিজেদের চেয়ে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলব, তারপরও আমরা চেষ্টা করব ভাল খেলা উপহার দিতে। আমরা তৈরি আছি।’ ছোটন বলেন, ‘গত বছরের জানুয়ারি থেকেই আমাদের প্রস্তুতি শুরু হয়। মাঝে হংকং গিয়ে একটি টুর্নামেন্টে এবং ভুটান গিয়ে সাফ অনুর্ধ-১৫ আসরে চ্যাম্পিয়ন হই। মেয়েরা ট্রেনিং এবং খেলার মধ্যেই ছিল। তাজিকিস্তানে আমাদের যে দলটি খেলেছিল, সেই দলের ১২ ফুটবলার এই দলেও আছে। প্রতিপক্ষ সবাই নিঃসন্দেহে শক্তিশালী। আমরা কঠিন গ্রুপেই আছি। তবে আমরা আর আগের মতো পিছিয়ে নেই। আগের চেয়ে অনেক উন্নতি করেছি। দলের সবাই আগের চেয়ে অনেক পরিপক্ব। আমরা মূলপর্বে যাওয়ার আশা রাখি। তবে চ্যালেঞ্জটা অনেক কঠিন।’ এর আগে মিয়ানমার সিনিয়র দলের সঙ্গে বাংলাদেশের খেলার অভিজ্ঞতা আছে। তবে চীন ও ফিলিপিন্স তাদের জন্য নতুন প্রতিপক্ষ। ছোটন স্বীকার করেন- মিয়ানমার যাওয়ার আগে অবশ্যই কিছু প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে ভাল হতো। ঘোষিত দলে নেই ফরোয়ার্ড সাজেদা। তার প্রসঙ্গে ছোটন বলেন, ‘ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য সাজেদা খেলবে না। ও থাকলে আরও ভাল হতো।’ এছাড়া এই দলের সঙ্গে আরও ১১ সিনিয়র খেলোয়াড়ও মিয়ানমার যাবে। তারা সেখানে গিয়ে মূল দলের বাইরে আলাদাভাবে অনুশীলন করবে বাফুফের খরচেই। অধিনায়ক মারিয়ার ভাষ্য, ‘সিনিয়রদের সঙ্গে আমরা নিয়মিত অনুশীলন ম্যাচ খেলেছি। আমাদের মনোবল অনেক উঁচুতে। আশাকরি মিয়ানমারে গিয়ে আমরা ভাল ফল করব। এ জন্য দেশবাসীর দোয়া চাই।’ সহ-অধিনায়ক আঁখির প্রতিক্রিয়া, ‘পুরো ফোকাস ও মনোযোগ থাকবে খেলার ওপর। ২০১৬ সালের মতোই এবারও আমরা থাইল্যান্ডে গিয়ে মূলপর্বে খেলতে চাই। বাংলাদেশ দল ॥ খেলোয়াড় : মাহমুদা আক্তার, রূপনা চাকমা, ইয়াসমীন আক্তার, আঁখি খাতুন, নাজমা, আনাই মগিনি, নিলুফা ইয়ামীন নীলা, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মনি আক্তার, লাবণী আক্তার, সোহাগী কিসকু, ইলামনি, সুলতানা, আনুচিং মগিনি, রওশন জাহান, রেহেনা আক্তার, শাহেদা আক্তার রিপা, শামসুন্নাহার, তহুরা খাতুন ও রোজিনা আক্তার। কোচ : গোলাম রব্বানী ছোটন, সহকারী কোচ : মাহবুবুর রহমান লিটু, মাহমুদা আক্তার। মিডিয়া ম্যানেজার : আহসান আহমেদ অমিত, ফিজিওথেরাপিস্ট : সাদিয়া শারমিন। ম্যানেজার : আমিরুল ইসলাম বাবু।
×