ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদি যুবরাজকে স্বাগত জানাতে প্রটোকল ভাঙলেন মোদি

প্রকাশিত: ০৮:৩৪, ২১ ফেব্রুয়ারি ২০১৯

 সৌদি যুবরাজকে স্বাগত  জানাতে প্রটোকল  ভাঙলেন মোদি

নয়াদিল্লীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ব্যক্তিগতভাবে স্বাগত জানাতে সরকারী প্রটোকল ভেঙেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাধারণত বিদেশী কোন অতিথিকে স্বাগত জানাতে প্রধানমন্ত্রীর বিমানবন্দরে যাওয়ার কথা নয়, তার প্রতিনিধি হিসেবে কোন কর্মকর্তা বা সরকারের কম গুরুত্বপূর্ণ কোন মন্ত্রীর যাওয়ার কথা। কিন্তু মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় সৌদি যুবরাজ নয়াদিল্লীর বিমানবন্দরে পৌঁছলে সেখানে উপস্থিত মোদি তাকে স্বাগত জানান। যুবরাজ বিমান থেকে নেমে আসার পর তাকে জড়িয়ে ধরে উষ্ণ অভ্যর্থনায় বরণ করেন ভারতীয় প্রধানমন্ত্রী। খবর এনডিটিভি ও ওয়েবসাইটের। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভীশ কুমার টুইটারে দুই নেতার করমর্দনের একটি ছবি দিয়ে এ মন্তব্য করেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন অধ্যায়।’ প্রটোকল ভাঙার জন্য প্রধানমন্ত্রী মোদির প্রশংসাও করেছেন তিনি। এর আগে পাকিস্তান সফরেও উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স। দেশটিতে দুই দিনের সফর শেষ তিনি ভারতে যান।
×