ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

এ্যান্টিগা টেস্টে এগিয়ে উইন্ডিজ

প্রকাশিত: ১০:৪৪, ৩ ফেব্রুয়ারি ২০১৯

  এ্যান্টিগা টেস্টে এগিয়ে উইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাঠের উইকেটে চাপে পড়েও দৃঢ়তা দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এ্যান্টিগায় চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডকে দুই শ’র নীচে অলআউট করে চোয়ালবদ্ধ ব্যাটিংয়ে বড় লিডের পথে রয়েছে ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৮৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৭২ রান করে দ্বিতীয়দিনের খেলা শেষ করে জেসন হোল্ডারের দল। তৃতীয়দিনে ব্যাটিংয়ে নামার আগে ইংলিশদের বিপক্ষে ৮৫ রানের লিড পেয়েছির উইন্ডিজ শিবির। পুরো দশ উইকেটের পুঁজি নিয়ে দলীয় ৩০ রানে দ্বিতীয়দিনে নিজেদের ব্যাটিং শুরু করে স্বাগতিক উইন্ডিজ। দলের হয়ে কার্লোস ব্রেথওয়েট ১১ ও ক্যাম্পবেল ১৬ রান নিয়ে ব্যাট করতে নামেন। উদ্বোধনী জুটিতেই তাদের কাছ থেকে আসে ৭০ রান। স্টুয়ার্ট ব্রড ও জেমস এ্যান্ডারসনদের কঠিন পেস আক্রমণের মোকাবেলা করে দলের ইনিংসকে এগিয়ে নিতে থাকেন তারা। উইন্ডিজের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৯ রান এসেছে ব্রেথওয়েটের ব্যাট থেকে। ১৫৬ বলে উইকেটে ধৈর্যের পরিচয় দিয়ে তিন বাউন্ডারিতে এ ইনিংস খেলেন তিনি। এছাড়া ৪৭ রান আসে জন ক্যাম্পবেলের ব্যাট থেকে। ওয়ানডাউনে নামা শাই হোপ করেন ৬৬ বলে ৪৪ রান। এছাড়া হেটমায়ার ২১ ও শন দৌরিচ ৩১ রানে আউট হয়েছেন। ৩৩ রানে অপরাজিত ছিলেন ড্যারেন ব্রাভো। তার সঙ্গে ১৯ রানে অপরাজিত ছিলেন প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি পাওয়া অধিনায়ক জেসন হোল্ডার। বল হাতে ৩ উইকেট পেয়েছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। মঈন আলী পেয়েছে দুই উইকেট। এছাড়া একটি উইকেট নিয়েছেন বেন স্টোকস। প্রথম টেস্টে দাপুটে জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে আছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এ্যান্টিগায় তাই সফরকারী ইংলিশদের জন্য সিরিজ বাঁচিয়ে রাখার লড়াই।
×