ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ফ্রান্সে গির্জায় নারীদের ওপর যৌন নিপীড়ন, যাজকের কারাদন্ড

প্রকাশিত: ০৯:১১, ৩ ফেব্রুয়ারি ২০১৯

ফ্রান্সে গির্জায় নারীদের ওপর যৌন নিপীড়ন, যাজকের কারাদন্ড

এক ফরাসী যাজককে গির্জার ৪ তরুণী প্যারিশনারকে যৌন নির্যাতন এবং এদের ১ জনকে দেয়ার জন্য ১ লাখ ইউরো (১ লাখ ১৫ হাজার ডলার) আত্মসাতের দায়ে শুক্রবার ৫ বছরের কারাদ- দেয়া হয়েছে। তরুণীদের মধ্যে ১ জনের যখন ৯ বছর বয়স তখন থেকে তার ওপর এ নির্যাতন শুরু হয়। খবর এএফপির। ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে কোলমার ক্রিমিনাল কোর্টে রুদ্ধদ্বার কক্ষে এ বিচার অনুষ্ঠিত হয়। আদালত শুক্রবার এ দ- প্রদানের রায় প্রকাশ্যে ঘোষণা করে। ৬০ বছর বয়সের এ যাজককে ১০ বছর কারাগারে থাকতে হতে পারে। তাকে অন্তত দু’বছর কারান্তরালে থাকতে হবে এবং বাকি মেয়াদ কড়াকড়ির মধ্যে কাটাতে হবে। যাজকের আইনজীবীরা বলেছেন, যাজককে মানসিক রোগের চিকিৎসা নিতে হবে যা তিনি শুরু করেছেন। রায় অনুসারে তার হয়রানির শিকার মেয়েদের বা কোন অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সংস্পর্শে যাওয়ার বিষয়ে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তার বিরুদ্ধে আলসেম অঞ্চলে বসবাসের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তিনি এ আলসেমেই অপকর্মগুলো করেছেন।
×