ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদিতে দুর্নীতিবিরোধী অভিযান শেষ

প্রকাশিত: ১১:৪৯, ১ ফেব্রুয়ারি ২০১৯

সৌদিতে দুর্নীতিবিরোধী অভিযান শেষ

সৌদি আরবে এক বছরের বেশি আগে শুরু করা ব্যাপক দুর্নীতিবিরোধী অভিযান শেষ হয়েছে। ২০১৭ সালের শেষ দিক থেকে শুরু হওয়া এ অভিযানে দেশটির কয়েক শ’ প্রিন্স, ধনকুবের ও শীর্ষ ব্যবসায়ী ধরপাকড়ের শিকার হন। অভিযানে নগদ অর্থ ও সম্পত্তিসহ ১০ হাজার কোটি ডলারের বেশি সম্পদ জরিমানা হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে। -বিবিসি অভিযোগ স্বীকার করা ৮৭ জনের সঙ্গে ফয়সালার মাধ্যমে সমস্যা মিটানো হয়েছে, ফয়সালায় রাজি না হওয়া আটজনকে সরকারী কৌঁসুলির জিম্মায় দেয়া হয়েছে এবং অপরাধের অভিযোগ সাব্যস্ত না হওয়ায় অপর ৫৬টি মামলার নিষ্পত্তি বাকি আছে। ২০১৭ সালের নবেম্বরে যুবরাজ মোহাম্মদ বিন সালমান অভিযান শুরু করেন। অভিযান শুরুর পর দুই শ’র বেশি প্রিন্স, মন্ত্রী ও ব্যবসায়ীকে আটক করা হয়।
×