ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঢাকা উত্তরের মেয়র পদে আতিকুলের মনোনয়নপত্র জমা

প্রকাশিত: ১১:০৩, ৩০ জানুয়ারি ২০১৯

ঢাকা উত্তরের মেয়র পদে আতিকুলের মনোনয়নপত্র জমা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা উত্তর সিটির মেয়র পদে এবং দুই সিটির সম্প্রসারিত ৩৬ ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে মনোনয়নপত্র জমা শেষ হচ্ছে আজ বুধবার। দুই সিটির কাউন্সিলর পদে একাধিক প্রার্থীর মনোনয়ন জমা পড়লেও মেয়র পদে এখন পর্যন্ত একজনই জমা দিয়েছেন। আর তিনি হলেও আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। মঙ্গলবার বেলা তিনটায় উত্তরের রিটার্নিং কর্মকর্তা মোঃ আবুল কাসেমের কাছে তিনি নিজের পক্ষে ৫টি মনোনয়নপত্র জমা দেন। আজ বুধবারের মধ্যে দ্বিতীয় কোন প্রার্থীর পক্ষ থেকে মনোনয়নপত্র জমা না পড়লে আতিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। ইসি সূত্রে জানা গেছে নতুন তফসিল ঘোষণার পর আতিকুল ইসলামসহ মোট ৬ প্রার্থী থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কিন্তু তারা কেউ এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়নি। এছাড়া এই নির্বাচনে প্রার্থী হতে গত বছর ১৯ প্রার্থী মনোনয়নপত্র তুলতেও তারাও কেউ মনোনয়ন জমা দেননি। উত্তরের রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্মসচিব আবুল কাসেম সাংবাদিকদের জানান, গত বছর ১৯ জন এবং এবার ৬ জন মিলিয়ে মোট ২৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। মেয়র পদে মঙ্গলবার পর্যন্ত মাত্র একজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে উত্তর সিটির মেয়র পদের উপ-নির্বাচন এবং দুই সিটির সম্প্রসারিত ৩৬ ওয়ার্ডের নির্বাচন। মেয়র পদে দলীয় ভিত্তিতে হলেও ওয়ার্ড কাউন্সিলর পদে ভোট হচ্ছে নির্দলীয় ভিত্তিতে। জাতীয় নির্বাচনের ভরাডুরির পর ঢাকা সিটি এবং উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ফলে দলটির পক্ষ থেকে কোন প্রার্থী মনোনয়ন দেয়া হয়নি। যদিও আগের বছর দলের পক্ষে প্রার্থী হওয়ায় তাবিথ এম আউয়ালকে মনোনয়ন দেয়া হয়েছিল। কিন্তু দলের সিদ্ধান্ত না থাকায় তিনি এবার মনোনয়নপত্র সংগ্রহ করেননি। এদিকে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম মঙ্গলবার বিকেলে নিজের পক্ষে ৫টি মনোনয়নপত্র জমা দিয়েছেন। আইন অনুযায়ী বাছাইকালে একটি মনোনয়নপত্র বৈধ হলে অন্য মনোনয়নগুলো এমনিতেই বাতিল হয়ে যায়। আতিকুল ইসলামের মনোনয়নপত্রে মোট ১০ জন প্রস্তাবক ও সমর্থক রয়েছে। প্রস্তবকের মধ্যে রয়েছেন তার ভাই সাবেক প্রধান বিচারপতি মোঃ তাফাজ্জাল ইসলাম, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য একেএম রহমাতুল্লাহ, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, সাবেক গবর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন ও এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। সমর্থকদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সাংবাদিক আবেদ খান, আতিকুল ইসলামের স্ত্রী শায়লা শগুফতা ইসলাম ও এই সিটির সাবেক মেয়র আনিসুল হকের ছেলে নাভিদুল হক। মনোনয়নপত্র জমা দেয়ার সময় আতিকুল ইসলামের সঙ্গে ছিলেন ফরাসউদ্দিন, শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নিহাদ কবির। এ সময় আওয়ামী লীগের কোন নেতা উপস্থিত ছিলেন না। সংসদীয় কমিটি নিয়ে বৈঠক থাকায় দলের কেউ আসতে পারেননি বলে জানান আতিকুল। তবে মেয়র পদে একজন মাত্র মনোনয়নপত্র জমা দিলে দুই সিটির ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হতে অনেকেই তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তর সিটির ১৮ ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হতে মঙ্গলবার পর্যন্ত ১৯৭ জন মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এদের মধ্যে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে সংরক্ষিত কাউন্সিলর পদে ৩০ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও এখনও কেউ জমা দেননি। আগাম প্রচার সামগ্রী সরিয়ে নেয়ার নির্দেশ ॥ এদিকে নির্বাচনকে সামনে রেখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নতুন সংযুক্ত ১৮ ওয়ার্ডের সব ধরনের আগাম নির্বাচনী প্রচার সামগ্রী সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত এক নির্দেশনায় আগামীকাল ৩১ জানুয়ারি মধ্যে সব ধরনের প্রচার সামগ্রী সরাতে বলা হয়েছে।
×