ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাবুসোনা হত্যা মামলায় স্ত্রী দীপার মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১০:৫৭, ৩০ জানুয়ারি ২০১৯

বাবুসোনা হত্যা মামলায় স্ত্রী দীপার মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৯ জানুয়ারি ॥ আওয়ামী লীগ রংপুর জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুরের সভাপতি পিপি এ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবুসোনা হত্যা মামলায় খুনী স্ত্রী স্নিগ্ধা সরকার ওরফে দীপা ভৌমিককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ-ের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বেলা পৌনে একটায় রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এবিএম নিজামুল হক এ মামলার রায় ঘোষণা করেন। এর আগে এদিন সকাল সাড়ে ৯টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামি দীপাকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। হত্যাকা-ের ঘটনায় বাবুসোনার স্ত্রী স্নিগ্ধা সরকার দীপা ও তার প্রেমিক কামরুল ইসলামকে অভিযুক্ত করে গতবছরের ১৩ সেপ্টেম্বর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা ইয়াসমীন মুক্তার আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন রংপুর কোতোয়ালি থানার এসআই আল-আমিন। পরে মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে বদলি করা হয়। ওই বছরের ২১ অক্টোবর অভিযোগপত্র আমলে নিয়ে বিচারকার্য শুরু করেন বিচারক। এ মামলায় মোট ৩৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর চলতি বছরের ২১ জানুয়ারি উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে মঙ্গলবার রায়ের দিন নির্ধারণ করেছেন বিচারক আদালত। এ মামলার চার্জশিটভুক্ত দুই আসামির মধ্যে একমাত্র জীবিত আছেন নিহত বাবুসোনার স্ত্রী স্নিগ্ধা সরকার দীপা। তার প্রেমিক কামরুল ইসলাম গতবছরের ১০ নবেম্বর ভোরে কারাগারে বন্দী থাকা অবস্থায় আত্মহত্যার চেষ্টা করলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে যাওয়ার পরপরই মারা যান কামরুল।
×