ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুয়েলারের ট্রাম্প-রুশ তদন্ত শেষ পর্যায়ে

প্রকাশিত: ০৮:৪৬, ৩০ জানুয়ারি ২০১৯

মুয়েলারের ট্রাম্প-রুশ তদন্ত শেষ পর্যায়ে

২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার ও রাশিয়ার মধ্যে গোপন সহযোগিতা বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ উপদেষ্টা রবার্ট মুয়েলারের তদন্ত শেষ হওয়ার পথে। ভারপ্রাপ্ত এ্যাটর্নি জেনারেল ম্যাথ্যু হোয়াইটেকার সোমবার এ কথা বলেছেন। খবর এএফপির। মুলারের অফিস এ বহুল আলোচিত তদন্তের অগ্রগতির বিষয়ে মুখ খুলছে না বলে একটা কুখ্যাতি রয়েছে এবং হোয়াইটেকারের মন্তব্যে প্রথম আনুষ্ঠানিক আভাস পাওয়া যাচ্ছে যে, তদন্ত হয়ত শেষ হওয়ার পথে। হোয়াইটেকার সাংবাদিকদের বলেছেন, মুলারের তদন্ত সম্পন্ন হওয়ার পথে। তিনি বলেন, তদন্ত বিষয়ে আমাকে সম্পূর্ণভাবে ব্রিফ করা হয়েছে এবং পরিচালক মুয়েলার চূড়ান্ত রিপোর্ট উপস্থাপন করবেন, আমি সে প্রতীক্ষায় রয়েছি। আমার প্রত্যাশা, যত শীঘ্র সম্ভব পরিচালক মুয়েলারের কাছ থেকে রিপোর্টটি পাব। বিলবারের মধ্যে এ্যাটর্নি জেনারেল হোয়াইটেকার স্থলাভিষিক্ত না হলে রিপোর্টটি তার (হোয়াইটেকার) কাছেই উপস্থাপন করা হবে। ট্রাম্প পদটির জন্য বিলবারকে মনোনীত করেছেন যদিও সিনেট এখনও বিষয়টি অনুমোদন করেনি। হোয়াইটেকার সংক্ষেপে বলেন, আমি স্বাচ্ছন্দ্যবোধ করছি যে, মুয়েলারের রিপোর্টে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার পর্যালোচনা হতে যাচ্ছে। ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের জন্য ২০১৭ সালের শেষে ডেপুটি এ্যাটর্নি জেনারেল রড রোসেনস্টেইন সাবেক এফবিআই পরিচালক মুয়েলারকে দায়িত্ব দেন। ট্রাম্প আকস্মিকভাবে ওই মাসেই এফবিআই পরিচালক জেমস কমিকে বরখাস্ত করার পর মুয়েলারকে বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়। মুয়েলার তদন্তে মোট ৩৪ জনের ইঙ্গিত দিয়েছেন। কিন্তু এ পর্যন্ত ট্রাম্পের প্রচার ও মস্কোর মধ্যে গোপন সহযোগিতা বিষয়ে কোন অভিযোগ দায়ের করা হয়নি। ট্রাম্প বারবার এ তদন্তকে রাজনৈতিক হয়রানি বলে এর বিরুদ্ধে নিন্দা প্রকাশ করে আসছেন এবং তার প্রচার ও মস্কোর মধ্যে কোন ধরনের গোপন ষড়যন্ত্রের বিষয়টি প্রত্যয়ের সঙ্গে অস্বীকার করে আসছেন। তিনি প্রায়ই টুইটারে মুয়েলারের টিমের সদস্যদের ‘ক্ষুব্ধ ডেমোক্র্যাটদের এক দল’ হিসেবে অভিহিত করে তাদের বিরুদ্ধে নিন্দা প্রকাশ করেন। ট্রাম্প অভিযুক্তদের কয়েকজনের জন্য সম্ভাব্য ক্ষমার আশ্বাসও দিয়েছেন। মুয়েলার ডেমোক্র্যাটিক পার্টির ইমেইল হ্যাকিংয়ের জন্য ১২ রুশ কর্মকর্তা এবং ২০১৬ সালের নির্বাচনে মার্কিন ভোটারদের প্রভাবিত করার লক্ষ্যে অনলাইন প্রচারে জড়িত থাকার জন্য আরও ১৩ রুশকে অভিযুক্ত করেছেন।
×