ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভেনিজুয়েলার তেলে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৮:৪৬, ৩০ জানুয়ারি ২০১৯

ভেনিজুয়েলার তেলে নিষেধাজ্ঞা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রে ভেনিজুয়েলার রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানি পিডিভিএসএ’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত কিছুদিন ধরে ভেনিজুয়েলায় উত্তপ্ত পরিস্থিতি চলার মধ্যেই যুক্তরাষ্ট্র সোমবার এ পদক্ষেপ নিল। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে পদত্যাগে চাপ সৃষ্টি করতেই এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে নিজেকে ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দাবি করা হুয়ান গুয়েইদোকে অব্যাহতভাবে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে যাচ্ছে। বিবিসি ও গার্ডিয়ান। তেল রফতানিকারক ১৪টি দেশের সংগঠন ওপেকের সদস্য রাষ্ট্র ভেনিজুয়েলা। যুক্তরাষ্ট্র পিডিভিএসএ’র ওপর নিষেধাজ্ঞা আরোপের কিছু আগে হুয়ান গুয়েইদো বলেন, কংগ্রেস পিডিভিএসএ এবং এর যুক্তরাষ্ট্রভিত্তিক অঙ্গ প্রতিষ্ঠান সিটগোর পরিচালকদের নতুন বোর্ড ঘোষণা করা হবে। গুয়েইদোকে যুক্তরাষ্ট্রসহ বেশির ভাগ পশ্চিমা দেশ সমর্থন দিয়েছে। তাদের মতে, মাদুরো নির্বাচনে কারচুপি করেছেন এবং তার উচিত পদত্যাগ করে নতুন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। সোমবার মাদুরো জাতীয় গণমাধ্যমে দেয়া ভাষণে যুক্তরাষ্ট্রের প্রতি বিষোদগার করেছেন। তিনি অভিযোগ করেছেন, ওপেক সদস্যদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদেশী সম্পদ সিটগো পেট্রোলিয়াম হাতিয়ে নেয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এর বিরুদ্ধে ভেনিজুয়েলা আইনী ব্যবস্থা নেবে বলে তিনি হুঁশিয়ার করেন। এদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়তে থাকার মধ্যেই নতুন করে রাস্তায় বিক্ষোভের ডাক দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়েইদো। বিশ্বের বহু দেশ গুয়েইদোকে ভেনিজুয়েলার বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দিচ্ছে। ওদিকে, প্রেসিডেন্ট মাদুরো তার বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করে ক্ষমতা আঁকড়ে আছেন। রাশিয়া ও চীন মাদুরোকে সমর্থন দিচ্ছে। এর পাশাপাশি মাদুরো দেশের সামরিক বাহিনীর শক্তিও তার হাতে আছে তা দেখানোর চেষ্টা করছেন। ওদিকে, এ সামরিক শক্তিকেই মাদুরোর বিপক্ষে দাঁড় করানোর চেষ্টায় গুয়েইদো সোমবার নতুন করে বিক্ষোভ ডেকেছেন। বিরোধী দলের সমর্থক এবং সমমনা মানুষদের বুধবার রাস্তায় নেমে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন তিনি। ‘সাধারণ ক্ষমার’ প্রস্তাবের লিফলেট বিলিরও আহ্বান জানান গুয়েইদো। সামরিক বাহিনীর সদস্যদের আইনী সুরক্ষা দিয়ে তাদেরকে মাদুরোর বিরুদ্ধে দাঁড়াতে উৎসাহিত করতেই এ পদক্ষেপ। সোমবার এক টুইটে গুয়েইদো বলেন, ‘দেশের প্রতিটি আনাচে-কানাচে পরিবর্তনের চালিকাশক্তি হিসেবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ তাছাড়া, টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে গুয়েইদো জানুয়ারি বুধবার দুই ঘণ্টার ধর্মঘটেরও ডাক দিয়েছেন। সশস্ত্র বাহিনীকে জনগণের পাশে দাঁড়ানোর দাবিতে এ ধর্মঘট ডাকেন তিনি। গত ২৩ জানুয়ারি ভেনিজুয়েলায় সরকারবিরোধী এক সমাবেশে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারকে অবৈধ বর্ণনা করে গুয়েইদো নিজেকে ভেনিজুয়েলার ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ ঘোষণা করেন। তারপর থেকেই দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশটিতে চূড়ান্ত রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। গুয়েইদো নিজেকে নেতা ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্র এবং কানাডাসহ দক্ষিণ আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশ তাকে স্বীকৃতি দেয়। রবিবার ইসরাইল এবং এরপর অস্ট্রেলিয়াও গুয়েইদোকে সমর্থন দিয়েছে। অন্যদিকে, রাশিয়া, চীন ও তুরস্কসহ কয়েকটি দেশ প্রেসিডেন্ট মাদুরো সরকারের প্রতি তাদের সমর্থন জানিয়েছে।
×