ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জনবল সঙ্কটে রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত

প্রকাশিত: ০৩:৫৮, ২৬ জানুয়ারি ২০১৯

 জনবল সঙ্কটে রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত

স্টাফ রিপোর্টার ॥ চিকিৎসক ও প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্কটের কারণে রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। হাসপাতালটিতে ৪২টি পদের বিপরীতে কর্মরত মাত্র ১৮ চিকিৎসক। ফলে রোগীদের ভোগান্তি পোহানোর পাশাপাশি চিকিৎসকদেরও বাড়তি চাপ সামলাতে হচ্ছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক দীপক কুমার বিশ্বাস বলেন, ৪২ চিকিৎসকের পদ থাকলেও এর বিপরীতে কর্মরত ১৮ জন। ২৪ চিকিৎসকের পদ খালি পড়ে আছে। গড়ে প্রতিদিন ৮০০ থেকে ৯০০ রোগী দেখা হচ্ছে। আমাদের যা আছে তাই দিয়েই চিকিৎসা দিয়ে যাচ্ছি। আগে যে সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী ছিল তা কম হওয়ায় আমি নতুন যোগ দেয়ার পর আরও কয়েক পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দিয়েছি। রাজবাড়ীর বিভিন্ন অঞ্চলের পাশাপাশি পাবনার চর এলাকা থেকেও অনেক রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। প্রতিদিন গড়ে ভিড় জমান প্রায় আট-নয় শ’ রোগী। তাদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হয়। চিকিৎসা নিতে আসা রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর ইউনিয়ন থেকে আসা মনোয়ারা বেগম বলেন, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ডাক্তার দেখানোর টিকেট পাই। এর পর প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে ডাক্তার দেখাতে সক্ষম হই। হাসপাতালে যদি আরও বেশি ডাক্তার-কর্মচারী থাকত তাহলে এই ভোগান্তি পোহাতে হতো না। মেয়ের চিকিৎসা করাতে আসা রফিকুর রহমান বলেন, যত দ্রুত সম্ভব হাসপাতালে চিকিৎসক বাড়ানো উচিত। পরিবেশও অনেক নোংরা। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থা নেয়া উচিত। তবে আগের চেয়ে এখন অনেক বেশি ওষুধ দেয়া হচ্ছে। আমি অনেক ওষুধ পেয়েছি এখান থেকে। রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ আলী আহসান তুহিন বলেন, রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম নেই। যে কারণে ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত রোগীদের রেফার্ড করতে হয়। তিনি আরও বলেন, বেশি দিনের জ্বর, ভেরিসোভিয়া নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদেরও পরীক্ষা-নিরীক্ষার জন্য যথেষ্ট উপাদান নেই হাসপাতালে।
×