ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এরশাদের নেতৃত্ব এখনও অপরিহার্য ॥ জিএম কাদের

প্রকাশিত: ০৫:৫৬, ২৫ জানুয়ারি ২০১৯

এরশাদের নেতৃত্ব এখনও অপরিহার্য ॥ জিএম কাদের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, দেশ এবং জাতির জন্য হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্ব এখনও অপরিহার্য। বৃহস্পতিবার এরশাদের সুস্থতা কামনায় আয়োজিত এক মিলাদ মাহফিলে তিনি একথা বলেন। জাপা কো-চেয়ারম্যান কাদের বলেন, এরশাদের দক্ষতা এবং বীরোচিত নেতৃত্ব দেশের হতদরিদ্র এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এখনও খুবই জরুরী। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় পার্টির সামনে আলোকিত ভবিষ্যত। তাই দলকে আরও শক্তিশালী করতে এরশাদের নেতৃত্বের বিকল্প নেই। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, একজন নেতার জন্য কোটি কোটি মানুষের কান্নার রোল বিরল ঘটনা। নেতার জন্য এটা সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়া। তিনি বলেন, এত মানুষের ফরিয়াদ আল্লাহ্ অবশ্যই কবুল করবেন। নিশ্চয়ই হুসেইন মুহম্মদ এরশাদ দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি আয়োজিত হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে তিনি আরও বলেন, আমরা আশাবাদী জাপা চেয়ারম্যান সুস্থ হয়ে দেশে ফিরে পার্টির আবারও হাল ধরবেন। দলকে শক্তিশালী করবেন। তার নেতৃতে জাপা আবারও ঘুরে দাঁড়াবে। স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক লিয়াকত হোসেন খোকা এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পার্টির মহাসচিব এবং বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। রাঙ্গা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ মসজিদ-মাদ্রাসা ও মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুত বিল মওকুফ করেছিলেন। শুক্রবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছিলেন। ইসলামের জন্য এরশাদ যে অবদান রেখেছেন তা ইতিহাসের পাতায় অক্ষয় হয়ে থাকবে। দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন- সৈয়দ আবু হোসেন বাবলা, গোলাম কিবরিয়া টিপু, সাহিদুর রহমান টেপা, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, এ্যাডভোকেট সালমা ইসলাম, এসএম ফয়সল চিশতী, আতিকুর রহমান আতিক, লে. জে. (অব) মাসুদ উদ্দিন চৌধুরী, নাজমা আক্তার, ড. মোঃ নুরুল আজহার, ইকবাল হোসেন রাজু প্রমুখ।
×