ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেঘালয়ের খনিতে আটকাপড়াদের মৃতদেহের সন্ধান

প্রকাশিত: ০৪:২৩, ১৮ জানুয়ারি ২০১৯

মেঘালয়ের খনিতে আটকাপড়াদের মৃতদেহের সন্ধান

ভারতের মেঘালয় রাজ্যের একটি কয়লা খনিতে আটকা পড়া ১৫ খনিকর্মীকে উদ্ধারে চলমান অভিযানে এক ব্যক্তির দেহের সন্ধান পেয়েছে ভারতীয় নৌবাহিনীর ডুবুরিরা। এক মাসের বেশি সময় আগে উদ্ধার অভিযানটি শুরু হলেও গভীর ওই ‘র‌্যাট হোল’ খনিতে চালানো অভিযান এখনও চলছে বলে জানিয়েছে নৌবাহিনী। এনডিটিভি। পূর্ব জৈন্তা পাহাড়ের ৩৭০ ফুট গভীর ওই খনিটির প্রায় ৬০ ফুট থেকে ২১০ ফুট ভেতরে একটি আন্ডারওয়াটার শনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করে ওই দেহটির সন্ধান পাওয়া যায়। শনাক্তের অপেক্ষায় থাকা দেহটি খনির মুখের কাছাকাছি তুলে আনা হয়েছে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে বের করা আনা হবে। ভারতীয় নৌবাহিনী, কোল ইন্ডিয়া, জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী, উড়িষ্যা দমকল এবং বেসরকারী পাম্প নির্মাতা কোম্পানি কৃলস্করের প্রায় ২০০ উদ্ধার কর্মী অভিযানটিতে অংশ নিচ্ছে। অভিযানে ভারতের ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অব হাইড্রোলজি ও অন্যান্য বেসরকারী গবেষণা প্রতিষ্ঠানকেও যুক্ত করেছে ভারত সরকার।
×