ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শীতলক্ষ্যা থেকে জেলের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রকাশিত: ০৭:৪৫, ১৭ জানুয়ারি ২০১৯

শীতলক্ষ্যা থেকে জেলের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালীগঞ্জে এক জেলেকে হত্যা করে লাশ জালে পেঁচিয়ে ইট-পাথর দিয়ে বেঁধে শীতলক্ষ্যা নদীতে ডুবিয়ে দেয়ার ১৫ দিন পর বুধবার বিকেলে নিহতের লাশ নদী থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। নিহতের নাম বোরহান উদ্দিন (৪৫)। তিনি দক্ষিণ নারগানা এলাকার আলী আজগরের ছেলে। এ ছাড়া কালিয়াকৈরের এক মার্কেটের কেয়ারটেকারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, কালীগঞ্জের দক্ষিণ নারগানা এলাকার জেলে বোরহান উদ্দিন প্রতিদিনের মতো পরিমল, কমল ও পাপন চন্দ্রকে সঙ্গে নিয়ে শীতলক্ষ্যা নদীতে ধরতে বাড়ি থেকে বের হন। রাতে নৌকায় চড়ে জাল দিয়ে নদীতে মাছ ধরার এক পর্যায়ে তিনি নিখোঁজ হন। পরদিন বোরহান বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন আশপাশে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করতে থাকে। কিন্তু কোথাও সন্ধান না পেয়ে তার পরিবার ৬ জানুয়ারি পলাশ থানায় ও ৭ জানুয়ারি কালীগঞ্জ থানায় পৃথক দুটি জিডি করেন। মঙ্গলবার এলাকাবাসীর সহযোগিতায় পরিমল ও তার ছেলে পাপনসহ অলককে ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান ফারুক মাস্টার আটক করে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা পূর্বশত্রæতার জেরে বোরহানকে হত্যা করে লাশ জালে পেঁচিয়ে ইট-পাথর বেঁধে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবিয়ে দেয়ার কথা স্বীকার করে। পরে আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নিখোঁজ বোরহানের সন্ধানে শীতলক্ষ্যা নদীতে দুদিন ধরে তল্লাশি চালিয়ে বুধবার বিকেলে নৌকার সঙ্গে জাল দিয়ে পেঁচিয়ে হাত-পা বাঁধা তার অর্ধ গলিত লাশ ওই নদী থেকে উদ্ধার করে। কালীগঞ্জ থানার ওসি জানান, এ ঘটনায় দক্ষিণ নারগানা এলাকার পরিমল (৫০), তার ছেলে পাপন (২০) ও তাদের প্রতিবেশী অলককে (৩০) গ্রেফতার করা হয়েছে। রাতে নিহতের স্ত্রী তানিয়া সুলতানা বাদী হয়ে থানায় মামলা করেন। এদিকে বুধবার কালিয়াকৈরের এক মার্কেটের ছাদ থেকে ওই মার্কেটের কেয়ারটেকারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শরাফত আলী (৫৫), বাড়ি নওগাঁ জেলায়।
×