ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির হিসাববিজ্ঞান

প্রকাশিত: ০৭:৪২, ১৭ জানুয়ারি ২০১৯

নবম-দশম শ্রেণির হিসাববিজ্ঞান

শিক্ষক, ধানমন্ডি আইডিয়াল স্কুল জিগাতলা, ঢাকা-১২০৯। ই-মেইলঃ [email protected] বিগত আলোচনার পর থেকে। শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের জন্য কয়েকটি লেনদেন ও তার জাবেদা দাখিলা নিয়ে আলোচনা করা হলো। সমস্যা : ২০১৬ ইং জুলাই ১, মি. জামাল নগদ ১,০০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করলেন। সমাধান : প্রথমে দেখতে হবে ঘটনাটি লেনদেন কি না। যদি লেনদেন হয় তবে তার জাবেদা দাখিলা হবে, লেনদেন না হলে জাবেদা দাখিলা করার প্রয়োজন নেই। যেহেতু উক্ত ঘটনায় ২টি পক্ষ, টাকার অংক ও প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, তাই উক্ত ঘটনাটি লেনদেন। এখন উক্ত লেনদেন হতে ২ পক্ষ চিহ্নিত করে নিতে হবে। পক্ষ ২ টি কোনটি কোন হিসাবের মধ্যে পড়ে তা নির্ধারন করে সূত্র প্রয়োগ করে জাবেদা দাখিলা দিতে হবে। এই লেনদেনে ২ টি পক্ষ হলো “নগদান হিসাব ও মূলধন হিসাব”। যেহেতু নগদান হিসাব সম্পদ হিসাব এবং মালিক ব্যবসায় মূলধন বিনিয়োগ করায় নগদ টাকার পরিমান বাড়বে তাই নগদান হিসাব ডেবিট হবে। অপরপক্ষে মূলধন হিসাব মালিকানাস্বত্ব হিসাব এবং মালিক মূলধন বিনিয়োগ করায় মালিকানাস্বত্ব বাড়বে তাই মূলধন হিসাব ক্রেডিট হবে। বিষয়টি নিম্নের ছকের মাধ্যমে উপস্থাপন করা যায় :
×