ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মের পরাজয়ে ইইউ নেতারা হতাশ

প্রকাশিত: ০৬:২৭, ১৭ জানুয়ারি ২০১৯

মের পরাজয়ে ইইউ নেতারা হতাশ

ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি নাকচ হয়ে যাওয়ায় উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। ২৮ দেশের জোট থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া প্রসঙ্গে তারা এখন জরুরী পরিকল্পনা নিয়েই অগ্রসর হবেন বলে জানিয়েছেন। ব্রেক্সিট বিষয়ে লন্ডনের হাতে সময় খুব কম বলেও সতর্ক করেছেন তারা। ইহাহু নিউজ। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্কোচ্ছেদের পথরেখার যে পরিকল্পনা টেরেসা মে পার্লামেন্টে উপস্থাপন করেছিলেন, ৬৫০ সদস্যের পার্লামেন্টে তা ৪৩২-২০২ ভোটে প্রত্যাখ্যাত হয়েছে। টেরেসার রক্ষণশীল দলের অনেকে বিপক্ষে ভোট দেন; লেবার পার্টি ও ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টিসহ অন্যান্য বিরোধী দলের এমপিরা তো ছিলেনই। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে এখন দুটি পথ খোলা রয়েছে, একটি হল তিন দিনের মধ্যে পার্লামেন্টে নতুন আরেকটি চুক্তির খসড়া তোলা, অন্যটি হচ্ছে ইইউর দেয়া চূড়ান্ত সময়সীমা ২৯ মার্চ থেকে আবার বাড়িয়ে নেয়া। কোনটাই না করতে পারলে ২৯ মার্চ এক রাতেই ইউরোপের ২৭টি দেশের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন হয়ে পড়বে যুক্তরাজ্যের, যা দেশটির অর্থনীতি, কূটনীতি ও অভ্যন্তরীণ অন্যান্য বিষয়ে বড় ধরনের সঙ্কট সৃষ্টি করবে বলে আশঙ্কা। পার্লামেন্টে হারের পর টেরেসাকে অনাস্থা ভোটেরও মোকাবিলা করতে হচ্ছে। মঙ্গলবার ব্রেক্সিট চুক্তি নিয়ে ভোটাভুটির পরপরই বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ অনাস্থা প্রস্তাব এনেছেন। ব্রিটিশ পার্লামেন্টে মের প্রস্তাব নাকচ হওয়ার পরপরই ইইউ’র প্রধান নির্বাহী ও ইউরোপীয় পার্লামেন্টের ব্রেক্সিট বিষয়ক মধ্যস্থতাকারী টুইটারে ‘চুক্তি ছাড়াই’ ২৯ মার্চ যুক্তরাজ্যের জোট থেকে বেরিয়ে যাওয়া ঠেকাতে কী কী করা যেতে পারে সেসব পরিকল্পনা নিয়ে কাজ করতে লন্ডনের প্রতি আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন, বর্তমান পরিস্থিতিতে একমাত্র বাস্তব সমাধান হচ্ছে যুক্তরাজ্যের ইইউতে ‘থেকে যাওয়া’। ‘যদি কোন চুক্তি করা সম্ভবই না হয়, এবং কেউই চুক্তি ছাড়া বেরিয়ে যেতে না চান, তাহলে শেষ পর্যন্ত কে সাহস নিয়ে একমাত্র ইতিবাচক সমাধানের কথাটি তুলবেন?’ ভোটের পরপরই বলেন ইইউর এ শীর্ষ নেতা। লন্ডন ও ব্রাসেলসের মধ্যে দুই বছর ধরে কষ্টকর মধ্যস্থতার দেখভাল ও পার্লামেন্টে ভোটের আগে টেরেসাকে আশ্বস্ত করা ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লদ জাঙ্কার ব্রেক্সিট নিয়ে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধাতে পৌঁছতে পরামর্শ দিয়েছেন। ‘সময় প্রায় শেষ,’ বলেছেন তিনি। ভোটের পর এক বিবৃতিতি জাঙ্কার ‘চুক্তি ছাড়াই’ বিশৃঙ্খল পথে যুক্তরাজ্যের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে গেল বলে মন্তব্য করেছেন। এক্ষেত্রে ইউরোপীয় কমিশনও ‘চুক্তি ছাড়াই’ অগ্রসর হওয়ার পরিকল্পনা এগিয়ে নেবে, বলেছেন তিনি। ডিসেম্বরে টেরেসার সঙ্গে ব্রেক্সিট চুক্তিতে স্বাক্ষর করা ইউরোপের নেতারা বলছেন, ব্যবসায়ীদের খাপ খাইয়ে নিতে একটি ‘মধ্যবর্তী সময়’ রাখায় ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপিত প্রধানমন্ত্রীর প্রস্তাবটিই ছিল জোট থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার সবচেয়ে সঠিক উপায়।
×