ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কংগ্রেসে রূপান্তরকামী কর্মী

প্রকাশিত: ০৬:৪১, ১০ জানুয়ারি ২০১৯

কংগ্রেসে রূপান্তরকামী কর্মী

এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় কংগ্রেস পার্টি। ১৩৪ বছরের এই শতাব্দী প্রাচীন রাজনৈতিক দলটিতে প্রথম রূপান্তরকামী কর্মী হিসেবে যোগ দিলেন অপ্সরা রেড্ডি। মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এই উপলক্ষে ভারতীয় কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার রাহুল গান্ধীর সঙ্গে তার একটি ছবি টুইট করা হয়। অপ্সরা বলেন, কংগ্রেসে স্বাগত জানানো আমার জন্য অত্যন্ত আবেগময়। -ওয়েবসাইট মার্কিন শর্ত প্রত্যাখ্যান মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সিরিয়ার ওয়াইপিজি কুর্দী গেরিলাদের সুরক্ষা দেয়ার বিষয়ে তুরস্কের প্রতি যে শর্ত দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন তুর্কী প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি বলেন, এই বক্তব্য ইসরাইলের প্রতিনিধিত্ব করে এবং আঙ্কারা এটা কখনও গ্রহণ করবে না। এরদোগান আরও বলেন, ইসরাইলের হয়ে বোল্টন এ ধরনের শর্ত দিয়ে বড় ভুল করেছেন এবং তুরস্কের কাছে তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। -ওয়েবসাইট
×