ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদি তরুণীকে অস্ট্রেলিয়ায় আশ্রয় দেয়ার সুপারিশ জাতিসংঘের

প্রকাশিত: ০৬:৪০, ১০ জানুয়ারি ২০১৯

সৌদি তরুণীকে অস্ট্রেলিয়ায় আশ্রয় দেয়ার সুপারিশ জাতিসংঘের

পরিবারের কাছ থেকে পালিয়ে ব্যাঙ্ককে গিয়ে বিমানবন্দরে অবস্থান নেয়া সৌদি তরুণী রাহাফ মোহাম্মদ মুতলাক আল-কুনুনকে শরণার্থীর মর্যাদা দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) রাহাফকে অস্ট্রেলিয়ায় আশ্রয় দেয়ার সুপারিশ করেছে। এর জবাবে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, নিয়ম অনুযায়ী তারা ইউএনএইচসিআরের সুপারিশের বিষয়টি বিবেচনা করবে। সরকারের তরফ থেকে এ বিষয়ে নতুন করে কোন বক্তব্য দেয়া হবে না। বিবিসি। এমনিতে রাষ্ট্রের পক্ষ থেকেই একজন ব্যক্তিকে শরণার্থীর মর্যাদা দেয়া হয়। তবে কোন ক্ষেত্রে রাষ্ট্র অপারগ হলে বা অনাগ্রহী হলে ইউএনএইচসিআরও কাউকে শরণার্থী ঘোষণা করতে পারে। পরিবারের সঙ্গে কুয়েত ভ্রমণে থাকার সময় ৪ জানুয়ারি পালিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা করেন ১৮ বছরের তরুণী রাহাফ। কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ব্যাঙ্কক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তার অস্ট্রেলিয়ার ফ্লাইট ধরার কথা ছিল। কিন্তু ব্যাঙ্কক বিমানবন্দরে সৌদি আরবের একজন কূটনীতিক তার সঙ্গে দেখা করে তার পাসপোর্ট জব্দ করে বলে দাবি রাহাফের। জোর করে কুয়েতে ফেরত পাঠানো হতে পারে- এই আশঙ্কায় নিজের অবস্থার কথা বিশ্ববাসীকে জানাতে রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমের আশ্রয় নেন তিনি।
×