ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মার্কিন নাগরিকদের জিম্মী করা বন্ধ করুন

প্রকাশিত: ০৬:৩৯, ১০ জানুয়ারি ২০১৯

মার্কিন নাগরিকদের জিম্মী করা বন্ধ করুন

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সি পেলোসি মঙ্গলবার অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকানদের জিম্মী করে সরকারী সংস্থাগুলোকে তহবিল দেয়া থেকে বিরত রাখছেন। এজন্য তিনি তার ব্যয়বহুল সীমান্ত প্রাচীরের জন্য অর্থায়ন করার দাবিকে ভয়ঙ্করভাবে ব্যবহার করছেন। এএফপি। পেলোসি বলেন, ট্রাম্পকে অবশ্যই আমেরিকান জনগণকে জিম্মী করা বন্ধ করতে হবে। সঙ্কট দূর করতে হবে এবং অবশ্যই সরকারকে পুনরায় সচল করতে হবে। ট্রাম্পের সীমানা প্রাচীরের দাবিতে রাজনৈতিক চাপ সৃষ্টি হয়েছে। বিভক্ত কংগ্রেসে তহবিল বরাদ্দের বিষয়টি প্রত্যাখ্যান করা হয়েছে। ১৮দিন ধরে সরকারী সংস্থাগুলো বন্ধ করে রেখেছেন ট্রাম্প। ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় ট্রাম্প কংগ্রেসে তার একচেটিয়া ক্ষমতা হারিয়ে ফেলেছে। শাটডাউনের কারণে প্রায় আট লাখ ফেডারেল কর্মী ও অনেক ঠিকাদার বিনামূল্যে কাজ করে যেতে বাধ্য হচ্ছেন। তবে ট্রাম্প জানিয়েছেন, সমস্যার দ্রুতই সমাধান হবে যদি ডেমোক্র্যাটরা সীমান্ত নিরাপত্তায় তহবিল বরাদ্দ করে। জাতির উদ্দেশে দেয়া এক বক্তব্যে ট্রাম্প দাবি করেন, যেসব অভিবাসী অবৈধভাবে মার্কিন সীমান্ত পাড়ি দেয় তারা নিঃসন্দেহে ঠা-া মাথায় আমেরিকানদের হত্যা করে। কংগ্রেস তার কাজ করার আগে আমরা আর কত আমেরিকান রক্তপাত দেখব। ডেমোক্র্যাটরা ট্রাম্পের ভয়কে ভুল তথ্য এবং এমনকি দুর্বলতা হিসেবে প্রত্যাখ্যান করেছে বলে পেলোসি উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্টকে আমেরিকার করদাতাদের একটি ব্যয়বহুল ও অকার্যকর দেয়ালের জন্য বিলিয়ন ডলার অপচয় বাধ্য করতে প্ররোচিত করছেন। সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট ও সংখ্যালঘু সিনেট নেতা চাক শুমারের সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে পেলোসি অভিযোগ করেন, সীমান্তের বিষয়ে ট্রাম্প তার খেয়ালি বদমেজাজকে নিক্ষেপ করেছেন। যেখানে তার ভয় সত্য নয়। শুমার বলেন, কোন প্রেসিডেন্টই এ ধরনের গোঁয়ার্তুমি ও দাবি করেনি। তিনি তার উপায়ে সরকারের শাটডাউন প্রক্রিয়া শুরু করেছেন। তিনি তার উদ্দেশ্য সাধনের উপায় হিসেবে লাখ লাখ আমেরিকানকে মর্মাহত করেছেন। উভয়পক্ষের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বরা বিষয়টি নিয়ে দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। যেখানে রিপাবলিকানরা সীমান্তের জাতীয় নিরাপত্তা সঙ্কটের তথ্য তুলে ধরার জন্য ট্রাম্পের প্রশংসা করেন। অন্যদিকে ডেমোক্র্যাটরা আমেরিকানদের বিভ্রান্তিকর ও বিভক্ত করার জন্য তাকে সমালোচনা করেন। হাউস ইনটেলিজেন্স কমিটির চেয়ারম্যান এডাম শিফ টুইটারে বলেন, আমেরিকান ইতিহাসজুড়ে দেখা গেছে, ওভাল অফিসের বক্তব্যকে প্রেসিডেন্টরা দেশকে একত্রিত করার জন্য ব্যবহার করেছেন। ট্রাম্প ভয় ও বিভক্তির জন্য আঘাত করে গেলেন।
×