ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয়;###;পঞ্চম অধ্যায় ॥ প্রস্তুতি-৩, বহুনির্বাচনী-৩০;###;সুধীর বরণ মাঝি

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৫৮, ৮ জানুয়ারি ২০১৯

অষ্টম শ্রেণির পড়াশোনা

সিনিয়র শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ ১। বর্তমানে পুরো পৃথিবী পরিণত হয়েছে- (ক) বিশ্বপল্লিতে (খ) বিশ্ববাজারে (গ) দখলদারে (ঘ) বিজ্ঞান জগতে। ২। সমাজ ও সংস্কৃতির বিভিন্ন বিষয় যে মাধ্যমে প্রসারিত হয়- (ক) টেলিভিশনে (খ) উৎসবে (গ) ভাষার (ঘ) শিক্ষাপ্রতিষ্ঠনে। নিচের অনুচ্ছেদটি পড় ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও ঃ সফিক হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে। উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়শিয়াতে নিয়ে যাওয়া হয়। এখন সে সুস্থ। দেশে ফিরে এসে প্রতিমাসেই সফিক প্রতি মাসেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারের সাথে কথা বলে পরামর্শ নেয়। ৩। উদ্দীপকে কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে? (ক) সামাজিকীকরণ (খ) আকাশ সংস্কৃতি (গ) উন্নত চিকিৎসা (ঘ) বিশ্বায়ন। ৪। উক্ত বিষয়টির প্রভাব হলো- (র) বিশ্বপল্লির ধারণা সৃষ্টি হওয়া (রর) সমাজ ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি (ররর) ধর্মীয় অনুশাসন বৃদ্ধি। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর। ৫। অশ্লীল ও কুরুচিপূর্ণ চলচ্চিত্র মানুষের কোন বোধটির অবনতি ঘটায়? (ক) মূল্যবোধের (খ) সৃজনশীলতার (গ) আচরণের (ঘ) মেধার। ৬। শিশু অঙ্গীভূতকরণকে আত্মস্থ করে- (ক) বিনোদন হিসেবে (খ) শিক্ষা হিসেবে (গ) হিংসা করে (ঘ) বড়দের দেখে। ৭। বেতারের মাধ্যমে মানুষের মধ্যে- (ক) সংস্কৃতিবোধ সৃষ্টি হয় (খ) সহমর্মিতা বৃদ্ধি পায় (গ) গণসচেতনতা বৃদ্ধি পায় (ঘ) সংস্কৃতিবোধ সৃষ্টি ও গণসচেতনতা বৃদ্ধি পায়। ৮। কোন পদ্ধতিতে অনলাইনে ক্রেতা- বিক্রেতার মধ্যে পণ্য লেনদেন করা যায়? (ক) ই-কর্মাস (খ) ই-মেইল (গ) ফেসবুক (ঘ) জোরিপা। ৯। সামাজিকীকরণের বাহন হিসেবে কীসের গুরুত্ব অপরিসীম? (ক) তথ্য চিত্র (খ) সংবাদ (গ) বায়োস্কোপ (ঘ) প্রজেক্টর। ১০। ফেসবুকের মাধ্যমে ব্যক্তি করে থাকে- (র) যোগাযোগ ও ভাব বিনিময় (রর) অর্থের লেনদেন (ররর) আবেগ ও ইচ্ছা প্রকাশ। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর। উত্তর ঃ ১(ক), ২(গ), ৩(ঘ), ৪(ক), ৫(ক), ৬(ক), ৭(ঘ), ৮(ক), ৯(খ), ১০(গ)।
×