ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনার জার্সিতে ফিরছেন মেসি

প্রকাশিত: ০৭:১১, ৭ জানুয়ারি ২০১৯

আর্জেন্টিনার জার্সিতে ফিরছেন মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ রাশিয়া বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর একরকম ঘোষণা দিয়েই আর্জেন্টিনা জাতীয় দলের বাইরে আছেন লিওনেল মেসি। এরপর অনেকে সংশয় প্রকাশ করেন, আর বোধহয় বিখ্যাত আকাশউ-নীল জার্সিতে ফিরবেন না বার্সিলোনা অধিনায়ক। তবে সব সংশয়ের অবসান ঘটতে চলেছে শীঘ্রই। আগামী মার্চেই আর্জেন্টিনার জার্সি গায়ে জড়াতে পারেন দেশটির অধিনায়ক। ফ্রান্সের কাছে বিশ্বকাপের শেষ ষোলোতে ৪-৩ গোলে হেরে বিদায়ের পর সাময়িক অবসরে যান মেসি। তখন শোনা গিয়েছিল আগামী জুনে ব্রাজিলে হতে যাওয়া কোপা আমেরিকাতে ফিরবেন তিনি। তবে নতুন খবরে জানা গেছে তার আগেই প্রীতি ম্যাচের মধ্য দিয়ে ফিরছেন পাঁচবারের ফিফা সেরা তারকা। জানা গেছে, আগামী ২২ অথবা ২৬ মার্চ ভেনিজুয়েলা-আর্জেন্টিনা প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছেন ফিফা ম্যাচ এজেন্ট গুইলার্মো টোফোনি। বার্সিলোনার মাঠ ন্যুক্যাম্পে হওয়ার সম্ভাবনা আছে ম্যাচটি। তা না হলে হবে এ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে। কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। ১৪ জুন ব্রাজিলে শুরু হবে কোপা আমেরিকার ৪৬তম টুর্নামেন্ট। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরের আগে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা আছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। এদিকে বার্সিলোনা কোচ আর্নেস্টো ভালভার্ডে মেসির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। এক সাক্ষাতকারে ভালভার্ডে বলেন, মেসি মহৎ, উঁচু মনের মানুষ। তার সঙ্গে তুলনা করার মতো খুব বেশি মানুষ নেই। পাঁচবারের ফিফা সেরা তারকার মতো প্রতিযোগিতামূলক মানসিকতাসম্পন্ন খেলোয়াড় আগে কখনও দেখেননি বলেও মন্তব্য করেন ভালভার্ডে। তিনি বলেন, দলের প্রতি মেসির অনেক বেশি দায়িত্ববোধকে আমি সবচেয়ে উল্লেখযোগ্য মনে করি। এটা প্রতিটি আসরে প্রতিটি খেলায় দেখা যায়। সে যা করে তা শুধু কঠিনই না। সে এটা বারবার করে। এমনটা করতে প্রচুর মানসিক শক্তি প্রয়োজন। ভালভার্ডে বলেন, এমন আশ্চর্যজনক প্রতিযোগিতামূলক মনোভাবসম্পন্ন কাউকে আমি এর আগে কখনও দেখিনি। মেসি মানুষ হিসেবেও মহান। ক্লাব ক্যারিয়ারে সম্ভাব্য সব শিরোপাই হাতে তুলেছেন ৩১ বছর বয়সী মেসি। পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার বার্সিলোনার হয়ে জিতেছেন ৩২টি শিরোপা। ২০১৭-১৮ মৌসুমসহ শেষ নয়টি মৌসুমেই সবধরনের প্রতিযোগিতা মিলে করেছেন ৪০টির বেশি গোল। বার্সিলোনার সর্বকালের সেরা গোলদাতা মেসি চলতি মৌসুমেও দারুণ ছন্দে আছেন। এ পর্যন্ত সবধরনের প্রতিযোগিতা মিলে করেছেন ২১ গোল। ১৫ গোল নিয়ে লা লিগায় এখন পর্যন্ত গোলদাতার তালিকায় সবার ওপরে আছেন বার্সিলোনা অধিনায়ক। দলকে ভালমতো চালিয়ে নিলেও বার্সায় নিজের ভবিষ্যত নিয়ে জানেন না ভালভার্ডে। চলতি মৌসুম শেষ পর্যন্ত বার্সিলোনার সঙ্গে ৫৪ বছর বয়সী ভালভার্ডের চুক্তি আছে। তবে গত অক্টোবরে বার্সিলোনা সভাপতি জোসেফ মারিয়া বার্টোমেউ জানান, ২০২০ সালের আগে এ্যাথলেটিকো বিলবাওয়ের সাবেক এই কোচের চুক্তির মেয়াদ শেষ হবে না। গত বছরের মে মাসে দায়িত্ব নেয়ার পর প্রথম মৌসুমেই দলকে লা লিগা ও কোপা ডেল’রের শিরোপা জেতানো ভালভার্ডে ভবিষ্যত নিয়ে বলেন, আমি জানি না আগামী মৌসুমে আমি কি করব। প্রতিযোগিতামূলক ফুটবলে কে জানে? বিষয়গুলো কেমন তা আমরা সবাই জানি। আমি কখনই দীর্ঘমেয়াদী চিন্তা করি না। তিনি আরও বলেন, আমাদের জন্য দুই মাসই অনেক বড় একটা সময়। যদি আপনি একটা ম্যাচ জেতেন, সবাই খুশি। আর যদি হারেন, সবাই আপনার দিকে নজর দিবে। আপনি যদি লীগটা না জেতেন, সবাই কোচের দিকে আঙ্গুল তোলে কারণ সংস্কৃতিটা এভাবেই গড়ে উঠেছে। আমি লক্ষ্যগুলো পূরণ করার চেষ্টা করি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।
×