ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাঙ্গাবালীতে বাজার কমিটি গঠন নিয়ে বিক্ষোভ

প্রকাশিত: ০৭:২৫, ৬ জানুয়ারি ২০১৯

রাঙ্গাবালীতে বাজার কমিটি গঠন নিয়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালীতে বাজার কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা। শনিবার সকালে উপজেলার চরমোন্তাজ বাজারের ব্যবসায়ীরা এ কর্মসূচী পালন করেন। এর আগে শুক্রবার সকালে ৩ ঘণ্টা দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এদিকে ব্যবসায়ীদের একটি অংশ বিক্ষোভ কর্মসূচী বর্জন করেছেন। ব্যবসায়ীরা জানান, রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ স্লুইস গেট বাজারের ব্যবসায়ীদের কমিটি গঠনের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগ অফিসে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করার সিন্ধান্ত হয়। কিন্তু গভীর রাতে স্থানীয় চেয়ারম্যান মোঃ হানিফ মিয়া নিজেকে সভাপতি ও মৌসুমি ব্যবসায়ী মোঃ জসিম হাওলাদারকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করেন। এ নিয়ে ব্যবসায়ীদের একটি অংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে শুক্রবার সকালে ৩ ঘণ্টা দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। শনিবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ব্যবসায়ী মোঃ মোশারফ হোসেন ওরফে মনির মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্যবসায়ী মোঃ হাফিজুর রহমান ডেভিড, মফিজউদ্দিন মৃধা, মোঃ জুয়েল মাতুব্বর, শাহিন পেয়াদা, গাজী মোঃ কাওসার, কালা চাঁন সমাদ্দার, বাসুদেব দাস প্রমুখ।
×