ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রংপুরকে হারিয়ে চিটাগংয়ের দারুণ শুরু

রাজশাহীকে উড়িয়ে দিল ঢাকা

প্রকাশিত: ০৬:০৮, ৬ জানুয়ারি ২০১৯

রাজশাহীকে উড়িয়ে দিল ঢাকা

মিথুন আশরাফ ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) ষষ্ঠ আসরের পর্দা উঠেছে শনিবার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় এবারের আসর। প্রথম ম্যাচেই রংপুরকে ৩ উইকেটে হারিয়ে লীগে শুভ সূচনা করেছে চিটাগং। একইদিন একই স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসকে পাত্তাই দেয়নি ঢাকা ডায়নামাইটস। উড়িয়ে দিয়েছে। ৮৩ রানে জয় তুলে নিয়েছে। দিনের খেলা আর কৃত্রিম আলোর নিচে খেলার মধ্যে কত পার্থক্য দেখা গেছে। দিনের খেলায় স্কোরবোর্ডে রান তুলতেই নাভিশ্বাস উঠে গেছে ব্যাটসম্যানদের। আর কৃত্রিম আলোয় খেলায় রানের বন্যা বয়েছে। রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংসের মধ্যকার দিনে খেলা হয়। লো স্কোরিং ম্যাচ হয়। টসে হেরে আগে ব্যাটিং করে ফ্রাঙ্কলিনের (৪/১৪) বিধ্বংসী বোলিংয়ে ২০ ওভারে ৯৮ রান করতেই গুটিয়ে যায় রংপুর। রংপুরের হয়ে রবি বোপারা সর্বোচ্চ ৪৪ রান করতে পারেন। সোহাগ গাজী করেন ২১ রান। জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৯.১ ওভারে ১০১ রান করে জিতে চিটাগং। চিটাগং ওপেনার মোহাম্মদ শাহজাদ সর্বোচ্চ ২৭ রান করেন। অধিনায়ক মুশফিকুর রহীমের ব্যাট থেকে আসে ২৫ রান। বিপদের মুহূর্তে ব্যাট হাতেও ফ্রাঙ্কলিন হাল ধরেন। অপরাজিত ১২ রান করে ম্যাচ জেতান। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরাও হন ফ্রাঙ্কলিন। কৃত্রিম আলোয় ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের মধ্যকার লড়াই হয়। টস হেরে আগে ব্যাটিং করার সুযোগ পেয়ে ঢাকা তো পাহাড় রান গড়ে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যেখানে দিনের প্রথম ম্যাচে রানই হয়নি। সেখানে হযরতুল্লাহ জাজাই (৭৮) ও শুভাগত হোমের (৩৮*) মারমুখি ব্যাটিংয়ে যে ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৮৯ রান করেছে ঢাকা, তা পাহাড়সমই। রাজশাহী ব্যাটসম্যানরা তো ঢাকার বোলারদের সামনে টিকতেই পারেনি। মোহাম্মদ হাফিজ (২৯) ছাড়া আর কোন ব্যাটসম্যানই হাল ধরার মতো পরিস্থিতি তৈরি করতে পারেননি। ১৮.২ ওভারে ১০৬ রান করতেই অলআউট হয়ে যায় রাজশাহী। রুবেল হোসেন ৩ উইকেট শিকার করেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিপিএলের ষষ্ঠ আসরের উদ্বোধন করেন। বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়। রংপুর-চিটাগংয়ের মধ্যকার ম্যাচ দিয়েই বিপিএলের পর্দা ওঠে। বিপিএলের এবারের আসরের প্রথম জয়টি পায় চিটাগং। ম্যাচটিতে সদ্য ‘এমপি’ হওয়া মাশরাফি ও বিপিএলেই ম্যাচ গড়াপেটায় নিষিদ্ধ হয়ে আবার পাঁচ বছর পর বিপিএলে ফেরা আশরাফুলের দিকে বিশেষ নজর থাকে। মাশরাফির সবখানেই প্রথম ম্যাচটিতে ২-এর ছোঁয়া থাকে। নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য হন। ২ রান করেন। ২ উইকেট নেন। তার জার্সি নাম্বারও ২। ফিরে আশরাফুল করেন ৩ রান। ‘এমপি’ হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই হার দেখেন মাশরাফি। মাশরাফির রংপুরকে হারিয়ে শুভ সূচনা করে মুশফিকের চিটাগং। দেশের দুই অধিনায়ক হচ্ছেন মাশরাফি ও সাকিব। মাশরাফি ওয়ানডে অধিনায়ক। সাকিব টেস্ট ও টি২০ অধিনায়ক। ওয়ানডে অধিনায়কের দল রংপুর প্রথম ম্যাচে হারলেও টেস্ট ও টি২০ অধিনায়কের দল ঢাকা ঠিকই জয় তুলে নেয়। রাজশাহীকে উড়িয়ে দেয় ঢাকা।
×