ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

পন্থ-পুজারায় পিষ্ট অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৫:৩৯, ৫ জানুয়ারি ২০১৯

 পন্থ-পুজারায় পিষ্ট অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ চেতেশ্বর পুজারা ও ঋষভ পন্থের জোড়া সেঞ্চুরির সৌজন্যে ৭ উইকেটে ৬২২ রানের পাহাড় গড়ে সিডনি টেস্টের প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত। জবাবে দ্বিতীয়দিন শেষে বিনা উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৪। স্বাগতিকরা পিছিয়ে ৫৯৮ রানে। মাত্র ৭ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছেন পুজারা। ৮১ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়ে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। অধিনায়ক কোহলি যখন ইনিংস ঘোষণা করেন পন্থের নামের পাশে তখন অপরাজিত ১৫৯। এর মধ্য দিয়ে প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরির অনন্য কীর্তি গড়েছেন তিনি। সবমিলিয়ে ২-১এ এগিয়ে থাকা বোর্ডার-গাভাস্কার সিরিজে ফয়সালার শেষ টেস্টে ভারতের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। উল্লেখ্য, ম্যাচ ড্র হলেও নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের রেকর্ড গড়বে বিরাট কোহলির দল। ৪ উইকেটে ৩০৩ রান নিয়ে শুক্রবার দ্বিতীয়দিন শুরু করা ভারত এদিন শুরুতেই হারায় হনুমা বিহারিকে। পঞ্চম উইকেটে ঋষভের সঙ্গে ৮৯ রানের জুটি গড়া পুজারা আশা জাগিয়েছিলেন ক্যারিয়ারের চতুর্থ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ডাবল সেঞ্চুরির। দারুণ ছন্দে থাকা টপঅর্ডার ব্যাটসম্যানকে ফিরতি ক্যাচ নিয়ে থামান অফস্পিনার নাথান লেয়ন। ভারতের অষ্টম ব্যাটসম্যান হিসেবে ১৯০-এর ঘরে আউট হন পুজারা। ৩৭৩ বলে খেলা তার ১৯৩ রানের ইনিংসটি গড়া ২২টি চারে। এই ইনিংস শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে পুজারার গড় ৬০.০৭। দেশটির বিপক্ষে ২৫ বা এর বেশি ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে তার গড় এখন তৃতীয় সেরা। চলতি সিরিজে এখন পর্যন্ত এক হাজার ২৫৮ বল খেলেছেন পুজারা। চার বা তার কম টেস্টের সিরিজে যা চতুর্থ সর্বোচ্চ। ক্রিজে এসেই শট খেলতে শুরু করেন রবীন্দ্র জাদেজা। অন্য প্রান্তে রানের গতি বাড়ান পন্থও। দ্রুত জমে যায় দুইজনের জুটি। ৩৭.২ ওভারে তারা যোগ করেন ২০৪ রান। সপ্তম উইকেটে অস্ট্রেলিয়ার মাটিতে যা রেকর্ড সর্বোচ্চ। দেশের বাইরে সপ্তম উইকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ। ১১৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৮১ রান করা জাদেজাকে বোল্ড করে জুটি ভাঙ্গেন লেয়ন। সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা করেন বিরাট কোহলি। ১৫৯ রানে অপরাজিত থাকেন পন্থ। প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে পাওয়া সেঞ্চুরিকে দেড় শ’তে রূপ দেন তিনি। আগের রেকর্ডটি ছিল ফারুক ইঞ্জিনিয়ারের ৮৯, সেটিও ১৯৬৭ সালে। পন্থ গত বছর ইংল্যান্ডের মাটিতে ভারতের প্রথম কিপার হিসেবে করেছিলেন সেঞ্চুরি। এবার করলেন অস্ট্রেলিয়ায়। ১৮৯ বলে খেলা তার অপরাজিত ইনিংসটি ১৫ চার ও একটি ছক্কা দিয়ে সাজানো। আর সর্বোপরি কোন ভারতীয় উইকেটরক্ষক হিসেবে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের তালিকায় তিনে চলে এসেছেন পন্থ। ২০১৩ সালে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ২২৪ রান করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তালিকায় দ্বিতীয় স্থানে বুধি কুন্দরন। চেন্নাইয়ে ১৯৬৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯২ রান করেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী কোন দলের উইকেটরক্ষক হিসেবে এটা অবশ্য সর্বাধিক রানের তালিকায় দ্বিতীয় স্থানে। ২০১২-২০১৩ মৌসুমে পার্থের ওয়াকায় দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স করেছিলেন ১৬৯। পন্থ থাকলেন ডি ভিলিয়ার্সের ঠিক পরেই। সাত নম্বর বা ব্যাটিং অর্ডারে তার নীচে নেমে সফরকারী দলের কোন ব্যাটসম্যানের এটা দ্বিতীয় সর্বোচ্চ রান। ১৮৯৭ সালে সিডনিতে ইংল্যান্ডের হয়ে নেমে রনজিৎ সিংজি করেছিলেন ১৭৫ রান। সফরকারী কোন দলের উইকেটকিপার হিসেবে এর আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় টেস্ট সেঞ্চুরির রেকর্ড রয়েছে কেবল ওয়েস্ট ইন্ডিজের জেফ্রি দুজোর। তাকেও স্পর্শ করেছেন ২১ বছরের পন্থ। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস- ৬২২/৭ ডিক্লেঃ (১৬৭.২ ওভার; মায়াঙ্ক ৭৭, রাহুল ৯, কোহলি ২৩, রাহানে ৯, পুজারা ১৯৩, বিহারি ৪২, পন্থ ১৫৯*, জাদেজা ৮১; স্টার্ক ১/১২৩, হ্যাজলউড ২/১০৫, কামিন্স ০/১০১, লেয়ন ৪/১৭৮, লাবুশেন ০/৭৬, হেড ০/২০, খাজা ০/৪)। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস- ২৪/০ (১০ ওভার; হ্যারিস ১৯*, খাজা ৫*; শামি ০/৯, বুমরাহ ০/১২, জাদেজা ০/১, কুলদীপ ০/২)। ** দ্বিতীয়দিন শেষে
×