ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজা নিহত

প্রকাশিত: ০৭:১৫, ৪ জানুয়ারি ২০১৯

  বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজা নিহত

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ৩ জানুয়ারি ॥ বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বোয়ালমারীর চতুল ইউনিয়নের বনচাকী এলাকায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাইখীরের বনচাকী মোড় এলাকায় বোয়ালমারীগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী ভাটিয়াপাড়াগামী যাত্রীবাহী একটি লোকাল বাসের সংঘর্ষ হয়। ওই মোটরসাইকেলে তিন আরোহী ছিলেন। দুর্ঘটনায় নিহত হন বাইখীর গ্রামের মৃত সোহরাব মোল্লার ছেলে আকু মোল্লা (৪০) ও আকুর ভাতিজা বাইখীর বনচাকী সিনিয়র দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী সোহেল মোল্লা (১৫)। আহত হন মোটরসাইকেলের আরেক আরোহী সোহেলের বাবা মুদি ব্যবসায়ী কাশেম মোল্লা (৫৫)। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শান্তনু ভট্টাচার্য্য জানান, আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে আকুকে সঙ্গে সঙ্গে মৃত ঘোষণা করা হয়। কিছুক্ষণ পর মারা যায় সোহেল। টাঙ্গাইলে নারী যাত্রী নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ট্রাক-বাস সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। আর এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত ৯ জন। এলেঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী তালুকদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের ভিতরে থাকা এক নারী যাত্রী নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয় অন্তত ৯ জন। বান্দরবানে নারী নিজস্ব সংবাদদাতা বান্দরবান থেকে জানান, আলীকদম উপজেলায় চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার সময় টমটমের ধাক্কায় রোসনারা বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত নারী উপজেলার কাশেম মেম্বার পাড়ার বাসিন্দা মাশুক আহম্মেদের সহধর্মিণী। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে আলীকদম উপজেলার চৈক্ষ্যং কাশেম মেম্বারের বাড়ির সামনে আলীকদম-চকরিয়া সড়কের টানা ব্রিজ নামক স্থানে রোসনারা শারীরিক চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার জন্য সড়কের একপাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় চৈক্ষ্যং টানা ব্রিজ থেকে খালি একটি টমটম এসে জোরে রোসনারার গায়ে ধাক্কা মারলে সে সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেরপুরে শিশু নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, নালিতাবাড়ীতে দ্রুতগামী বাসের চাপায় মনি রানী পাল (৯) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিমুলতলা মহাখালী এলাকার নাকুগাঁও-নালিতাবাড়ী মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা গ্রামের নিকুঞ্জ পালের শিশুকন্যা মনি রানী পাল রাস্তা দিয়ে যাচ্ছিল। ওই সময় নালিতাবাড়ী থেকে নাকুগাঁওয়ের দিকে যাওয়া দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় মনি রানী পাল। খবর পেয়ে থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ও ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে যায়।
×