ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অন্য রকম॥ অর্ধেক উপদেষ্টা নারী

প্রকাশিত: ০৬:৫৮, ৪ জানুয়ারি ২০১৯

 অন্য রকম॥ অর্ধেক উপদেষ্টা নারী

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আলনাহিয়ানের উপদেষ্টা পরিষদের সদস্যের অর্ধেকই হতে যাচ্ছেন নারী। তিনি শনিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ওয়াম নিউজের বরাতে এ তথ্য জানা গেছে। সরকারী সূত্রে জানা গেছে, নতুন বছর দায়িত্ব পুনর্বণ্টনের সময় প্রেসিডেন্টের উপদেষ্টা পরিষদে ৫০ শতাংশ নারী সদস্যের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে। আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা পরিষদে নারীদের ৯ থেকে ২০ বছরের জন্য নিয়োগ দেয়া হয়। তারা মন্ত্রিপরিষদ গঠন বা বরখাস্তের সিদ্ধান্ত দিতে না পারলেও বাজেট ও আইন পাসের বিষয়ে মতামত দিতে পারেন। বর্তমানে ৪০ সদস্যবিশিষ্ট ওই উপদেষ্টা পরিষদের সভাপতি একজন নারী। তার নাম আমাল আল কুবাইসি। অর্ধেক নারী সদস্য নির্বাচনের মাধ্যমে আসেন। ২০১৫ সালে সর্বশেষ নির্বাচন হয়েছিল। -চ্যানেল নিউজ এশিয়া
×