ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করবিন প্রধানমন্ত্রী হিসেবে মে’র চেয়ে ভাল হবেন

প্রকাশিত: ০৬:৫৫, ৪ জানুয়ারি ২০১৯

  করবিন প্রধানমন্ত্রী হিসেবে মে’র চেয়ে ভাল হবেন

লেবার নেতা জেরেমি করবিন প্রধানমন্ত্রী হিসেবে টেরেসা মের চেয়ে ভাল হবেন, দলটির ওপর সাম্প্রতিক এক সমীক্ষায় এটি দেখা গেছে। ব্রিটেনের এক একাডেমিক সমীক্ষা মতে, প্রধান বিরোধী দল লেবার পার্টির উল্লেখযোগ্য সংখ্যক সদস্য জেরেমি করবিনের চেয়ে বেশি ব্রেক্সিটের বিরোধিতা করেন। তাদের মধ্যে ৭২ শতাংশ মনে করেন তাদের নেতা দ্বিতীয় গণভোটকে পুরোপুরি সমর্থন করেন। গার্ডিয়ান। লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির অধ্যাপক টিম বেলের নেতৃত্বে ‘দ্য পার্টি মেম্বারস প্রোজেক্ট’ সমীক্ষায় দেখা গেছে যে, লেবার সদস্যরা এখনও তাদের নেতাকে পুরোপুরি সমর্থন করেন। তবে তিনি ব্রেক্সিটের ওপর স্পষ্ট করে কোন প্রচার চালাচ্ছেন না। বড়দিনের কিছুদিন আগে এক হাজার ৩৪ জন দলীয় সদস্যের ওপর করা সমীক্ষার ফলাফলে পাওয়া গেছে, প্রায় দুই তৃতীয়াংশ বিশ্বাস করেন করবিন নেতা হিসেবে খুব ভাল বা পুরোপুরিভাবে ভাল কাজ করছেন। ৫৮ শতাংশ বিশ্বাস করেন যে তিনি প্রধানমন্ত্রী টেরেসা মের চেয়ে উন্নতর ব্রেক্সিট চুক্তি করতে সক্ষম। জিজ্ঞাসা করা হয়েছিল কেন তারা মনে করেন করবিন দ্বিতীয় গণভোটের জন্য প্রচার চালাচ্ছেন না? যাদের জিজ্ঞাসা করা হয়েছিল তাদের মধ্যে ২৩ শতাংশ বলেছেন, করবিন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার পক্ষে সমর্থন করেন। অপর ৩৪ শতাংশ মনে করেন, ভোটারদের বাদ দিয়ে অপর একটি ভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যদি একটি নতুন গণভোট অনুষ্ঠিত হয় তাহলে ৮৮ শতাংশ সদস্য ইইউতে থাকার পক্ষে বলে মত দেন। তারা মের উভয় পরিকল্পনা চুক্তিসহ বা চুক্তি ছাড়ার এবং উভয় পক্ষের ভোটের বিরুদ্ধে ভোট দেবেন। একাডেমিক গবেষণায় দেখা গেছে, মাত্র ১৮ শতাংশ লেবার সদস্য দ্বিতীয় গণভোটের দাবির বিরোধিতা করেন। যদি এ ধরনের গণভোট অনুষ্ঠিত হয় তবে ৮৮ শতাংশ তার পক্ষে রয়েছেন। বেল বলছেন, করবিন সমস্যা সম্পর্কে তার অস্পষ্টতা নিয়ে সতর্ক কিনা তা চিন্তা করতে হবে। চতুর হিসেবে যদি করবিন এইরকম পছন্দ করেন তবে লেবার পার্টিকে ঝুঁকি নিতে হবে যে তারা কিছু সদস্য হারাতে পারে। যার জন্য পরবর্তী সাধারণ নির্বাচনে কনজারভেটিভদের পক্ষে কিছু সক্রিয় কর্মী থাকবে। লেবারের একজন মুখপাত্র বলেছেন, লেবার পার্টির সম্মেলনে সর্বসম্মতিক্রমে একমত হওয়ার পর যদি টেরেসা মের ব্রেক্সিট চুক্তি পার্লামেন্টে পাস না হয় তাহলে সাধারণ নির্বাচন অবশ্যই আহ্বান করা উচিত হবে। সম্মেলনে নীতির পক্ষে একমত হলে যদি কনজারভেটিভ সাধারণ নির্বাচন অনুষ্ঠানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে আমরা টেবিলে উপস্থাপিত বিষয়ে সব বিকল্প পথ খোলা রাখব। যার মধ্যে পাবলিক ভোট ব্যবস্থাও থাকবে।
×