ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নেইমার ও এমবাপেকে রোনাল্ডোর সঙ্গে তুলনা পিএসজির ইতালিয়ান গোলরক্ষকের

কখনও আদর্শের সঙ্গে আপোস করিনি ॥ বুফন

প্রকাশিত: ০৬:৪৬, ২ জানুয়ারি ২০১৯

কখনও আদর্শের সঙ্গে আপোস করিনি ॥ বুফন

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ ১৭ বছর স্বদেশী ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে খেলার পর ২০১৮ সালে ফরাসী জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিয়েছেন তারকা গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। অনেকেই ৪০ বছর বয়সী এই গোলরক্ষকের দলবদল ভাল চোখে দেখেননি। শুনতে হয়েছে সমালোচনা। তবে এসবে পাত্তা দেননি বুফন। এক সাক্ষাতকারে তিনি আবারও জানিয়েছেন, কখনও আদর্শের সঙ্গে আপোস করেননি। পরিস্থিতির কারণেই দল বদল করতে হয়েছে। গত মৌসুমের শেষে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ধারণা করা হয়েছিল দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন বুফন। কিন্তু পিএসজি আরও এক বছরের জন্য এই গোলরক্ষকের সঙ্গে চুক্তি করলে ক্যারিয়ার আরও দীর্ঘ হয়। ওই সময় পিএসজিতে এক নম্বর গোলরক্ষক হিসেবে ২৫ বছর বয়সী ফরাসী জাতীয় দলের আলফোনসে আরেয়োলা থাকলেও বুফনকে দলে নেয়াটা অনেককেই বিস্মিত করেছিল। আলফোনসের সঙ্গে লড়াই করেই তাকে পিএসজিতে টিকে থাকতে হবে এমনটাই ভাবা হয়েছিল। কিন্তু খুব দ্রুতই বুফন পিএসজির সঙ্গে মানিয়ে নেন। জানুয়ারিতে ৪১ বছরে পা রাখতে যাওয়া বুফন বলেন, প্রথম কথা হচ্ছে অনেকের সঙ্গেই আমার মতভেদ আছে। আমি কখনই নিজের আদর্শের সঙ্গে আপোস করিনি। পিএসজিতে যাওয়ার পেছনে শুধু অর্থই কাজ করেনি। আমার যদি সেই উদ্দেশ্যই থাকতো তবে সেটা আরও আগেই করতে পারতাম। বুফন বলেন, অবশ্যই অর্থ সকলের কাছেই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে উন্নত জীবনযাপন করা যায়। কিন্তু আমার কাছে তা সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। অনেকেই আমাকে এ জন্য সমালোচনা করতে পারেন। কিন্তু এই বয়সেও আমার উদ্দীপনাই আমার অস্ত্র। আমি যদি চাই খেলা চালিয়ে যাব তবে বয়সের কাছে কখনই হার মানবো না। পিএসজিতে আসতে পেরে আমি গর্ব অনুভব করি। এই ধরনের একটি ক্লাবের পক্ষ থেকে প্রস্তাব পাওয়াটাও দারুণ স্বস্তির। আমি সবসময়ই সেরাটা দিতে পছন্দ করি। আমি জানি সবসময়ই আমি সকলের সঙ্গে ভাল ব্যবহার করি এবং এ কারণেই জীবনও আমাকে বোনাস উপহার দেয়। এদিকে পিএসজির দুই ফরোয়ার্ড নেইমার ও কিলিয়ান এমবাপে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মানের বলে মন্তব্য করেছেন বুফন। এ প্রসঙ্গে সাবেক ইতালিয়ান অধিনায়ক বলেন, আমি অনেক চ্যাম্পিয়ন খেলোয়াড়ের সঙ্গে খেলেছি। আর আমি সবসময় সেরাদের সঙ্গে নিজের পরীক্ষা করতে চাই, রোনাল্ডোসহ। অবশ্য প্যারিসে তেমন কেউ নেই, বিষয়টা এমন না। এমবাপে ও নেইমার রোনাল্ডোর মানের।
×