ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

টি২০ বিশ্বকাপ বাছাই খেলতে হবে বাংলাদেশকে

প্রকাশিত: ০৬:৪২, ২ জানুয়ারি ২০১৯

টি২০ বিশ্বকাপ বাছাই খেলতে হবে বাংলাদেশকে

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন বছরের প্রথমদিনেই বাংলাদেশ ক্রিকেটে দুঃসংবাদ মিলল। আবারও টি২০ বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশকে। যে পর্বকে আইসিসির (আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা) পক্ষ থেকে প্রথমপর্ব ধরা হয়। মূলপর্বকে ধরা হয় দ্বিতীয়পর্ব। বাংলাদেশ সরাসরি টি২০ বিশ্বকাপের মূলপর্বে এবারও খেলতে পারবে না। ২০১৪ ও ২০১৬ সালের বিশ্বকাপের মতো ২০২০ সালের টি২০ বিশ্বকাপের সপ্তম আসরেও বাছাইপর্ব খেলেই বাংলাদেশকে মূলপর্বে খেলার যোগ্যতা করে নিতে হবে। টি২০ বিশ্বকাপের সপ্তম আসর অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। ২০২০ সালের ১৮ অক্টোবর টুর্নামেন্ট শুরু হয়ে ১৫ নবেম্বর শেষ হবে টুর্নামেন্ট। ১২টি দল মূলপর্বে খেলবে। এর মধ্যে আইসিসি টি২০ র‌্যাঙ্কিংয়ে থাকা আটটি দল সরাসরি মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাছাইপর্ব, প্রথমপর্ব পেরিয়ে আরও চারটি দল মূলপর্বে খেলার টিকেট পাবে। বাংলাদেশ এ মুহূর্তে র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বরে আছে। এ জন্য বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের সঙ্গে ২০১৪ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকেও বাছাইপর্ব খেলেই মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। শ্রীলঙ্কা যে আছে র‌্যাঙ্কিংয়ের নবম স্থানে। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত র‌্যাঙ্কিং হিসেব করা হয়েছে। তাতেই বাংলাদেশ ও শ্রীলঙ্কা র‌্যাঙ্কিংয়ের সেরা আটে থাকতে পারেনি। এ দুই দলকে টেক্কা দিয়ে আফগানিস্তান ঠিকই সরাসরি মূলপর্বে খেলার যোগ্যতা করে নিয়েছে। আফগানরা র‌্যাঙ্কিংয়ের আট নম্বর অবস্থানে আছে। র‌্যাঙ্কিংয়ের সেরা আটে থাকা পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান মূলপর্বে সরাসরি খেলবে। এবার ১২ দল নিয়ে হবে মূলপর্বের খেলাগুলো। ২০০৭ সালের প্রথম টি২০ বিশ্বকাপ থেকে ২০১২ সালের চতুর্থ বিশ্বকাপ পর্যন্ত ১২ দলের খেলা হতো। এরপর থেকে দুটি আসরে মূলপর্বে ১০ দলই খেলে। তাতে করে প্রথম রাউন্ড (বাছাইপর্ব) থেকে দুটি গ্রুপের সেরা দুটি দল দ্বিতীয়পর্বে (মূলপর্বে) খেলার সুযোগ পেত। দ্বিতীয়পর্বে দুই গ্রুপের সেরা চারদল সেমিফাইনালে উঠতো। এরপর দুই সেমিফাইনাল শেষে হত ফাইনাল। কিন্তু ২০১২ সাল পর্যন্ত ১২ দল নিয়ে খেলা হতো। চারটি গ্রুপে তিনটি করে দল থাকতো। প্রতিটি গ্রুপ থেকে একটি করে দল বাদ পড়তো। এরপর সেরা আট নিয়ে খেলা হতো। সেরা আটে আবার দুই গ্রুপে চারটি করে দল খেলতো। দুই গ্রুপের দুটি করে দল উঠতো সেমিফাইনালে। সেমিফাইনালে জেতা দুই দল খেলতো শিরোপা নির্ধারণী ম্যাচ। এবারও আবার ১২ দল নিয়ে মূলপর্বের খেলা হবে। প্রথমপর্ব (বাছাইপর্ব) থেকে এবার দ্বিতীয়পর্বে (মূলপর্ব) এবার চার দল উঠবে। এরপর ১২ দলকে গ্রুপে ভাগ করে দিয়ে মূলপর্বের খেলা হবে। বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে মূলপর্বে খেলতে হলে অবশ্যই বাছাইপর্বের গ-ি অতিক্রম করতে হবে। ২০১৪ ও ২০১৬ সালে দুইবারই বাছাইপর্ব খেলেই মূলপর্বে খেলে বাংলাদেশ। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপেও বাংলাদেশকে তাই করতে হবে। সরাসরি বিশ্বকাপ খেলতে না পারায় হতাশাই ঝরেছে বাংলাদেশ টি২০ দলের অধিনায়ক সাকিব আল হাসানের কণ্ঠে। তবে দলকে নিয়ে আত্মবিশ্বাসী সাকিব। আইসিসিকে দেয়া প্রতিক্রিয়ায় সাকিব জানান, ‘এটা হতাশাজনক যে আমরা সেরা ১২ তথা মূলপর্বে জায়গা পাইনি। তবে আমি আত্মবিশ্বাসী গ্রুপপর্ব পার করে টুর্নামেন্টের মূলপর্বেও ভাল খেলব আমরা। নিজেদের দিনে আমরা যে কাউকে হারানোর সামর্থ্য রাখি এবং টুর্নামেন্টে ভাল না করার কোন কারণ দেখছি না আমি।’ সঙ্গে যোগ করেন, ‘আমাদের এখনও সময় আছে হাতে, বিশ্বকাপের আগের সময়ের সেরা ব্যবহারই করতে হবে আমাদের। খুব বেশিদিন আগের কথা নয়, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে আমরা টি২০ সিরিজ জিতে এসেছি। সে সিরিজের পারফর্মেন্স আমাদের অনেক বিশ্বাস জুগিয়েছে যে আমরাও বিশ ওভারের ক্রিকেটে ভাল খেলতে পারি।’
×