ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় ইরাকী বিমান হামলা, ৩০ আইএস কমান্ডার নিহত

প্রকাশিত: ০৩:৩৬, ২ জানুয়ারি ২০১৯

সিরিয়ায় ইরাকী বিমান হামলা, ৩০ আইএস কমান্ডার নিহত

ইরাকী জঙ্গীবিমান সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয জোর প্রদেশে আইএসের কৌশলগত অবস্থানে বোমাবর্ষণ করেছে। সিরিয়ার অভ্যন্তরে অবস্থানরত আইএসের অবস্থানে তাৎক্ষণিক পূর্ব অনুমতি ছাড়াই ইরাকের জঙ্গীবিমান হামলা চালাতে পারবে বলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইরাক সরকারকে আগাম অনুমতি দেয়ার পর এ খবর এলো। -ইয়াহু নিউজ। ইরাকের জয়েন্ট অপারেশন্স কমান্ড সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ইরাকের জঙ্গীবিমান প্রদেশটির আবু সুসাহ গ্রামে বোমাবর্ষণ করে একটি দুতলা ভবন সম্পূর্ণভাবে ধ্বংস করে। এসময় আইএসের ৩০ কমান্ডার গোপনে বৈঠক করছিল এবং হামলায় তারা সবাই নিহত হয়। ইরাকী গোয়েন্দা কর্মকর্তাদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসব হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। প্রেসিডেন্ট আসাদের নির্দেশনা অনুযায়ী ইরাকী জঙ্গীবিমান সিরিয়ার আকাশসীমায় প্রবেশ এবং আইএসের অবস্থানে বোমা হামলা চালাতে পারবে বলে ইরাকের নাম প্রকাশে অনিচ্ছুক একজন উচ্চ-পদস্থ কর্মকর্তা রাশিয়ার নিউজ চ্যানেল ‘আরটি’কে জানানোর পর বাগদাদের পক্ষ থেকে হামলার খবর এলো। অবশ্য আইএসের যেসব অবস্থানে ইরাক হামলা চালাতে চায় সেসব অবস্থানের তালিকা আগেই দামেস্কের কাছে হস্তান্তরেরও আহ্বান জানিয়েছেন আসাদ।
×