ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পকে নববর্ষের চিঠি, আলোচনার হাত বাড়ালেন পুতিন

প্রকাশিত: ০৩:৪৬, ১ জানুয়ারি ২০১৯

ট্রাম্পকে নববর্ষের চিঠি, আলোচনার হাত বাড়ালেন পুতিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নববর্ষ উপলক্ষে চিঠি পাঠিয়ে আলোচনার হাত বাড়িয়ে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর ইয়াহু নিউজের। রবিবার পুতিন এ চিঠি দিয়ে বলেছেন, মস্কো বড় পরিসরের আলেচ্যসূচী নিয়ে আলোচনা করতে প্রস্তুত। ক্রেমলিন এ খবর জানিয়েছে। নবেম্বরের শেষ দিকে ট্রাম্প হঠাৎ করেই আর্জেন্টিনায় জি-২০ সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে পরিকল্পিত বৈঠক বাতিল করেছিলেন। ইউক্রেনের নৌবাহিনীর জাহাজে রাশিয়া বাহিনীর গুলি এবং নাবিকদের আটক করার ঘটনা নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্প আলোচনা বাতিলের ওই সিদ্ধান্ত নেন। ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, পুতিন স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করেন এবং সে কারণেই তিনি এর ওপর জোর দিচ্ছেন। রাশিয়া সব বিষয় নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত এ কথাটি তিনি নিশ্চিত করে জানাচ্ছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কাছেও আলাদা করে একটি চিঠি পাঠিয়েছেন পুতিন। এতে তিনি সিরিয়া সরকার এবং জনগণকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। তাছাড়া, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বিশ্ব নেতাদেরও নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন পুতিন।
×