ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মরক্কোয় স্ক্যান্ডিনেভীয় হত্যা ॥ এক সুইস আটক

প্রকাশিত: ০৫:১২, ৩১ ডিসেম্বর ২০১৮

  মরক্কোয় স্ক্যান্ডিনেভীয় হত্যা ॥ এক সুইস আটক

মরক্কোয় দুই স্ক্যান্ডিনেভীয় নারী পর্যটকের হত্যাকা-ের সঙ্গে যুক্ত থাকায় এক সুইস নাগরিককে আটক করা হয়েছে। শনিবার তাকে আটক করা হয় বলে জানিয়েছে মরক্কোর সন্ত্রাসবিরোধী সংস্থা। বিবিসি। মরক্কোর ইমলির এলাকায় এ্যাটলাস পর্বতমালার কাছে ১৭ ডিসেম্বর ভোরে দুই নারী পর্যটককে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে জানা যায়, ওই দুজন হচ্ছেন ডেনমার্কের লুইসা ভেস্তাআইয়া ইয়েসপাসন (২৪) ও নরওয়ের মারেন ইউয়েলান্ড (২৮)। এই নারীদের হত্যার সঙ্গে যুক্ত থাকায় ওই সুইস নাগরিককে আটক করা হয়েছে। মরক্কোর সেন্ট্রাল ব্যুরো ফর জুডিসিয়াল ইনভেস্টিগেশন্স (বিসিআইজে) বলেছে, আটক ব্যক্তি মরক্কোয় বিদেশীদের লক্ষ্য করে ও নিরাপত্তা বাহিনীর অস্ত্র লুট করার উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার ছক বাস্তবায়নের জন্য মরোক্কান ও সাবসাহারান নাগরিকদের রিক্রুট করার কাজে জড়িত ছিল বলেও সন্দেহ করা হচ্ছে। ওই সন্দেহভাজনের স্পেনীয় নাগরিকত্ব আছে এবং মরক্কোয় বসবাস করার অনুমতি আছে বলেও জানিয়েছে বিসিআইজে। স্ক্যান্ডিনেভীয় ওই নারীদের হত্যার ঘটনায় আরও ১৯ ব্যক্তিকে আটক করা হয়েছে।
×