ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের টুইট

দুই শিশুর মৃত্যুর জন্য ডেমোক্র্যাটরা দায়ী

প্রকাশিত: ০৫:০৯, ৩১ ডিসেম্বর ২০১৮

 দুই শিশুর মৃত্যুর জন্য ডেমোক্র্যাটরা দায়ী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসে হেফাজতে থাকা অবস্থায় দুই অভিবাসী শিশুর মৃত্যুর জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন। তিনি এর মধ্য দিয়ে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন। ট্রাম্প শনিবার টুইটারে এসব মন্তব্য করেন। -নিউইয়র্ক টাইমস। ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য কংগ্রেসের কাছে ৫ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছিলেন। কিন্তু ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ সিনেটে বিলটি পাস হয়নি। তারা এক্ষেত্রে ১.৩ বিলিয়ন ডলার দেয়ার প্রস্তাব দেয়। এই প্রেক্ষাপটে ২১ ডিসেম্বর মধ্যরাতের পর সরকারী কর্মকা- আংশিকভাবে বন্ধ আছে। এখনও পর্যন্ত সমঝোতা না হওয়ায় শাটডাউন অব্যাহত রয়েছে। শনিবার অষ্টম দিনের মতো শাটডাউন চলে। ট্রাম্প টুইটে বলেন, ‘সীমান্তে শিশু বা যেকোন মানুষের মৃত্যুর জন্য ডেমোক্র্যাটরা সরাসরি দায়ী। তাদের ভুল নীতির জন্য দেশে অবৈধ অভিবাসী আসার সুযোগ তৈরি হয়েছে। সীমান্তে দেয়াল থাকলে তারা ঢোকার কোন চেষ্টা করত না।’ সীমান্তে অভিবাসী শিশুর মৃত্যু নিয়ে এটি ছিল ট্রাম্পের প্রথম প্রতিক্রিয়া। এর একদিন আগে টুইট বার্তায় ট্রাম্প বলেছিলেন, ‘যদি ডেমোক্র্যাটরা দেয়াল নির্মাণে অর্থ না দেয় তাহলে আমরা দক্ষিণাঞ্চলীয় সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হবো’। বড়দিনের আগের দিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে নিরাপত্তা হেফাজতে আট বছর বয়সী গুয়াতেমালান শিশু ফেলিপ গোমেজ অলোজো মারা যায়। এর কিছুদিন আগে মারা যায় ৭ বছর বয়সী এক মেয়ে শিশু। মার্কিন কাস্টম ও বর্ডার পেট্রোল কর্তৃপক্ষ জানায়, ফেলিপ গোমেজ ও তার বাবা অগাস্টিন গোমেজ জেলে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়ে। নিউ মেক্সিকোর এ্যালামোগোর্ডো হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা পরীক্ষা করে দেখেন ফেলিপের ঠা-া জ্বর হয়েছে। এরপর শিশুটি মারা যায়। ঘটনাটি নিয়ে গণমাধ্যমে আলোড়ন তৈরি করে। ট্রাম্প শিশু দুটির মৃত্যুকে রাজনীতির ইস্যু করেন। তিনি দাবি করেন, ডেমোক্র্যাটদের অভিবাসী নীতি এর জন্য দায়ী। ফেলিপের মৃত্যু সম্পর্কে অনেক বিষয় এখনও অস্পষ্ট। সে কি অসুস্থ ছিল, না সীমান্ত নিরাপত্তা কর্মীদের অবহেলার জন্য তার মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। শাটডাউন শুরুর পর ট্রাম্প ফ্লোরিডার পাম বিচে তার গলফ রিসোর্টে পূর্ব নির্ধারিত অবকাশ যাপনের জন্য যাননি। তিনি প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পীকার ন্যান্সি পেলোসির সঙ্গেও কোন বৈঠক করেননি। ডেমোক্র্যাটরা সীমান্তে নিরাপত্তা জোরদার করতে বরাদ্দ বাড়াতে রাজি থাকলেও তারা ট্রাম্পের দেয়াল নির্মাণ পরিকল্পনা সমর্থন করেন না।
×