ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্বেচ্ছাসেবক দল নেতার বাসা থেকে নির্বাচন কর্মকর্তা আটক

প্রকাশিত: ০৩:৫১, ৩০ ডিসেম্বর ২০১৮

স্বেচ্ছাসেবক দল নেতার বাসা থেকে নির্বাচন কর্মকর্তা আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বাসা থেকে আটক করেছে এক নির্বাচন কর্মকর্তাকে। নাম মফিজুল ইসলাম (৩৪)। তিনি নগরীর কাতারগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পোলিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। বৈঠক চলাকালে পুলিশের একটি দল গিয়ে তাকে আটক করে। বাকলিয়া থানা সূত্রে জানা যায়, পোলিং অফিসার মফিজুল ইসলাম দক্ষিণ-পশ্চিম বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের নন-এমপিওভুক্ত শিক্ষক। বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। বাসা নগরীর বাকলিয়ার বউবাজার। তার বিরুদ্ধে আগে থেকেই নাশকতার অভিযোগে মামলা রয়েছে। শনিবার ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্বে না গিয়ে তিনি স্বেচ্ছাসেবক দলের এক নেতার বাসায় বৈঠক করছিলেন। বৈঠকে বিএনপির কয়েক পোলিং এজেন্টও ছিলেন। গোপন তথ্যে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। সেখানে বিএনপির নির্বাচনী এজেন্টদের ছবি ও আইডি কার্ড পাওয়া যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেশবপুরে নৌকাকে লাঙ্গল প্রার্থীর সমর্থন নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২৯ ডিসেম্বর ॥ অবশেষে কেশবপুর আসনে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে গেছে। শনিবার সকালে তারা নৌকার প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেককে সমর্থন দিয়েছেন। জাতীয় পার্টির প্রার্থী এ্যাডভোকেট মাহবুব আলম ইসমাত আরা সাদেকের বাড়ি গিয়ে তাকে সমর্থন দিয়ে নৌকার পক্ষে নির্বাচন করার কথা জানিয়েছেন। প্রথম থেকেই জাতীয় পার্টির এক অংশ আওয়ামী লীগের নৌকা প্রার্থী ইসমাত আরা সাদেকের সঙ্গে নির্বাচনী প্রচার করে আসছিল। তবে মাহবুব আলমের তেমন প্রচার বা উপস্থিতি ছিল না। শনিবার সকালে তিনি নেতাকর্মীদের নিয়ে নৌকার প্রার্থীর কেশবপুরের বাড়িতে গিয়ে নৌকার পক্ষে সমর্থন দেন। এ সময় তার সঙ্গে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মিনহাজুল আরেফিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
×